ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট দেশের ৮ জেলায় বৃষ্টির আভাস গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড মিরসরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ পথচারী ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলা, নিহত ১২

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৬,  10:39 AM

news image

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’র লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে মৌখিক পরীক্ষার জন্য মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)-এর মহপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য জানান। ডিপিই’র মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। গত ৯ জানুয়ারি (পার্বত্য তিন জেলা ব্যতীত) দেশের ৬১টি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর জেলাওয়ারি ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (https://mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (https://dpe.gov.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হবে। বিজ্ঞপ্তিতে ডিপিই জানায়, এই ফলাফল সাময়িক হিসেবে গণ্য হবে। আবেদনকারী কর্তৃক কোনো ভুল তথ্য প্রদান বা তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রার্থীর ফলাফল বা নির্বাচন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। গত বছরের ৫ ও ১২ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি জারির পর চলতি বছরের ৯ জানুয়ারি বড় পরিসরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীরা এখন চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম