ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

বছরের শেষদিনে হৃদয়ের গান

#

২৮ ডিসেম্বর, ২০২১,  3:48 PM

news image

বছরের শেষদিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক হৃদয় খান। গানের শিরোনাম ‘ভালোবাসা কী’। গানটির কথা লিখেছেন অভিনেত্রী ও লেখক শানারেই দেবী শানু। গত ৫ই নভেম্বর শানুর কথায় প্রথম গান ‘শূন্য হৃদয়’ প্রকাশ করেন হৃদয়। সেই গানটির জন্য ভালো সাড়াও পান। তারই ধারাবাহিকতায় আবারো দুজন এক হয়ে গানটি বাঁধলেন।  গতকাল নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় নতুন গানের খবরটি জানান হৃদয়।

ভিডিওতে গানটির গীতিকার শানুও হাজির হন। গানটি নিয়ে হৃদয় খান বলেন, এটা পুরোপুরি রোমান্টিক একটি গান। ভালোবাসা এবং ভালো অনুভূতির কথা ফুটে উঠেছে গানটিতে। ভালোবাসার কথা কল্পনা করেই আমি সুরটি করি। তারপর শানুকে ফোন করে জানাই। বলি, এবার থার্টিফার্স্টে গানটি প্রকাশ করলে কেমন হয়? সে তখন দুইদিন ফ্রি ছিল। এ সময়টায় গানটি লিখে দেয়। আমি বলবো দারুণ একটি গান হয়েছে। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে। গানটি নিয়ে শানু বলেন, আমি খুবই সম্মানিত যে আবারো হৃদয় খানের জন্য গান লিখতে পেরেছি। এর আগে আমি তার জন্য ‘শূন্য হৃদয়’ গানটি লিখেছি। যা ছিল কবিতার মতো। তবে ‘ভালোবাসা কী’ খুব সহজ-সরল-সাবলীল ভাষায় করা হয়েছে। নতুন বছরে শ্রোতাদের জন্য এটা আমাদের বিশেষ উপহার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম