বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি : তোফায়েল
নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারি, ২০২৩, 2:20 PM
নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারি, ২০২৩, 2:20 PM
বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি : তোফায়েল
ছাত্রলীগরে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোলায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। তোফায়েল আহমেদ বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে ছাত্রলীগের দুর্গ গড়ে তোলতে হবে। এদিকে ভোলা জেলা ছাত্র লীগের সভাপতি রাইহান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেলের সঞ্চালনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।