ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত করা হবে : আসিফ নজরুল গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি মা-বাবার পর মারা গেছে দগ্ধ শিশু রাফিয়াও কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র দেওয়ায় কেন্দ্রসচিবসহ ছয়জনকে অব্যাহতি পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হজে গিয়ে এখন পর্যন্ত ৪৫ বাংলাদেশির মৃত্যু সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারীরা বিএনপির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন চার দশকের সংঘাতের অবসান, অস্ত্র ধ্বংস করছে পিকেকে

বগলের পরিচ্ছন্নতা জরুরি

#

লাইফস্টাইল ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  2:13 PM

news image

কখনো গরম আবার কখনো ঠান্ডা। আবহাওয়ার বিরূপ আচরণে কখনো কখনো শরীর ঘামে ভেজা থাকে। ফলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। ঘামের সমস্যার কারণে আর্মপিট বা বগলের চারপাশে ঘামাচি, ফাঙ্গাল ইনফেকশন, ডার্মাটোফাইটস জাতীয় নানা ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, বগল ঠিকমতো না মুছলে, স্যাঁতস্যাঁতে পোশাক পরলে কিংবা ভেজা কাপড় পরলে এমন স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে, যাদের ওজন বেশি, প্রচুর ঘাম হয়, পরিচ্ছন্ন থাকেন না— এমন ব্যক্তিদের এসব রোগ হয়। 

কী হয়? 

বগলে ছত্রাকের আক্রমণ হলে সেই স্থানটি লালচে হয়ে যায়। চুলকানি হয় এবং জ্বালা সৃষ্টি হয়। যদি এই সংক্রমণের মূলে ব্যাকটেরিয়া থাকে তবে আক্রান্ত স্থানে ফোস্কা পড়ে। অনেকসময় ফোঁড়া হয়ে পুঁজও বের হয়। সঙ্গে থাকতে পারে দুর্গন্ধ। 

লক্ষণ কী? 

তাছাড়া আরেকটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া রয়েছে এরিথ্রাজমা নামে। এতে আক্রান্ত হলে কোনো উপসর্গই দেখা দেয় না। তবে বগলের নির্দিষ্ট অংশে লাল প্যাচ দেখা দেয়। অনেকসময় অ্যালার্জির কারণেও বগলে চুলকানি দেখা দেয়। 

চিকিৎসা কী? 

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও মলম লাগালেই দুই-তিন সপ্তাহের মধ্যে রোগী সুস্থ হয়ে উঠেন। ব্যাকটিরিয়া সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিক খেতে হবে। সমস্যা যদি অ্যালার্জির কারণে হয় তবে স্টেরয়েড জাতীয় মলম লাগাতে ও অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেতে হয়। 

করণীয় 

বগলের পরিচ্ছন্নতা বেশ জরুরি বিষয়। কখনো শরীরে ঘাম বসতে দেবেন না। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অতিরিক্ত ঘামালে দিনে দুই বার গোসল করতে পারেন। তবে তা অ্যান্টিবায়োটিক সাবান বা জেল দিয়ে নয়। এগুলো দেহের ভালো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।  নিয়মিত তোয়ালে বা গামছা ধুয়ে দেবেন। অন্যের ব্যবহৃত তোয়ালে, রুমাল, চাদর ব্যবহার করবেন না। চাইলে ডিয়োডোরেন্ট ব্যবহার করতে পারেন। ট্যালকম পাউডার, আয়োডিন ইত্যাদি থেকে দূরে থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম