ঢাকা ২৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাঁধ ভেঙে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবন বিপর্যস্ত যুক্তরাষ্ট্র থেকে ২৫ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬ ডেমরায় হেলে পড়ল বহুতল ভবন ড. ইউনূসের নামে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন বন্ধের হুঁশিয়ারি মালিকদের কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে যেসব নির্দেশনা দিলো মন্ত্রণালয় নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২

বকেয়া বেতনের দাবিতে আজও বেক্সিমকো কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২৪,  11:28 AM

news image

গাজীপুরে তৈরি পোশাক কারখানাসহ সকল শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। তবে সকাল থেকে বেতনভাতার দাবিতে বেক্সিমকো কারখানা শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছে।অন্যসব কারখানাগুলোতে বুধবার সকাল থেকে নারী-পুরুষ শ্রমিকেরা প্রবেশ করে কাজ শুরু করেন।  তবে সকালে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো কারখানার শ্রমিকেরা বেতনভাতার দাবিতে সড়কে অবস্থান নেয়। শান্তিপূর্ণভাবে শ্রমিকরা তাদের কর্মসূচি পালন করছেন।  গতকালও বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। কারখানাটি সালমান এফ রহমান ও সোহেল এফ রহমানের মালিকানাধীন। এসব কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন। গত কয়েক দিন ধরে শ্রমিকেরা গত মাসের বেতন–ভাতা প্রদানের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেতন দেওয়ার কথা জানায় কারখানা কর্তৃপক্ষ। কিন্তু সারা দিনে কিছু শ্রমিককে বেতন দেওয়া হলেও বেশির ভাগ শ্রমিক বেতন পায়নি। নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল দলও। গত সপ্তাহে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় গাজীপুরে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার থেকে বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে এখানকার কারখানা চালু করেন শিল্প মালিকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম