ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জাকসুর ভিপি স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবির সমর্থিত মাজহার টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১২দিন জাকসু নির্বাচন: আরও এক কমিশনারের পদত্যাগ জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর: নুর শেষ হলো জাকসুর ভোট গণনা নেপালের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাম্প্রদায়িক উত্থানের কারণে দেশে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোববার বন্ধ বামনায় অটোচালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি ছাদ থেকে পড়ে ৩৭ বছর বয়সি চীনা জনপ্রিয় অভিনেতার মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৪,  11:48 AM

news image

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মাহমুদ জিনসের কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের এ সড়ক অবরোধ ও বিক্ষোভে দুর্ভোগে পড়েছেন পথচারীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মকর্তারা মহাসড়ক অবস্থান করে অবরোধ করে রাখে। তারা জানান, শ্রমিকদের এক মাসের বকেয়া, সার্ভিস বেনিফিট ও কারখানার কর্মকর্তাদের ক্ষেত্রবিশেষে ৬ থেকে ৯ মাসের বেতন বকেয়া রয়েছে। সার্ভিস বেনিফিটের দাবিতে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। কারখানা কর্তৃপক্ষ এসব বিষয়ে দিনের পর দিন টালবাহানা করে আসছে। নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিকপক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। এ ব্যাপারে কালিয়াপুর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শ্রমিকদের বকেয়া বেতন, ছাতাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করেছে মাহমুদ জেনিম নামের শ্রমিকরা। তাদের পাওনা ২৫ কোটি টাকা দেওয়ার তারিখ ছিল বৃহস্পতিবার। বিষয়টি নিয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম