ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

বইমেলা পেছালেও ব্যস্ততার কমতি নেই প্রকাশক পাড়ায়

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২২,  10:51 AM

news image

ছবি : সংগৃহীত 
দেশজুড়ে করোনার ব্যাপক সংক্রমণের কারণে একুশে বইমেলার দিনক্ষণ ঠিক না হলেও, ব্যস্ত প্রকাশক পাড়া। চলছে ছাপা, ভাজ-বাঁধাইয়ের কাজ। হচ্ছে স্টল-প্যাভেলিয়নও। ১৭ ফেব্রুয়ারি মেলা শুরুর প্রস্তুুতি নিচ্ছে সৃজনশীল প্রকাশক সমিতি। তবে গতবারের ক্ষতি না পোষানোয় বড় বিনিয়োগে যাচ্ছেন না অনেক প্রকাশক। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হয় বইমেলা। তবে এতে বাধ সেধেছে করোনা। সংক্রমণ বাড়ায় পিছিয়েছে দু-সপ্তাহ। এখনও ঠিক হয়নি উদ্বোধনের দিনক্ষণ। তবে ব্যস্ততার কমতি নেই প্রকাশক পাড়ায়। প্রচ্ছদ করার কাজে ডুবে আছেন ধ্রুব এষ। দমফেলার সুযোগ নেই ছাপাখানার। পাশাপাশি চলছে ভাজ-বাধাইয়ের কাজও।

মেলার মাঠেও সাজসাজ রব। সোহরাওয়ার্দী উদ্যান-বাংলা একাডেমি চত্বরে ব্যস্ত কর্মীরা। প্রকাশকরা বলছেন, দেরি হলেও ফেব্রুয়ারিতেই মেলা হবে, সে লক্ষ্যেই কাজ করেছেন তারা। তবে মেলা শুরুর তারিখ প্রশ্নে এখনও কিছু বলতে নারাজ বাংলা একাডেমি। গতবারও করোনার কারণে মেলা পিছিয়ে শুরু হয় ১৮ মার্চে। প্রসঙ্গত, ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন। ১৯৭৪ সালে বাংলা একাডেমির উদ্যোগে একটি বড় জাতীয় সাহিত্য সম্মেলন হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মেলনের উদ্বোধন করেন। সে উপলক্ষে সাত-আটজন প্রকাশক একাডেমির ভেতরে পূর্ব দিকের দেয়াল ঘেঁষে বই সাজিয়ে বসেছিলেন। সে বছরই প্রথম বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রের বাইরে অন্য প্রকাশকদের বই বিক্রির ব্যবস্থা করা হয়। ১৯৮৩ সালে মনজুরে মওলা যখন বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, তখন তিনি বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করেন। কিন্তু শেষ পর্যন্ত বইমেলা করা সম্ভব হয়নি। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়। বাংলা একাডেমির তথ্যানুযায়ী, ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। নতুন বই প্রকাশিত হয়েছিল ৪ হাজার ৯১৯টি। বাংলা একাডেমি প্রকাশ করেছিল ৪১টি নতুন বই। সূত্র: independent24.com

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম