ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
কলারোয়ায় মাছ চুরি করতে নিষেধ করায় যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষরা চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত ৩ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভ ভারতে ১২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে: ফরিদা আখতার শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরেই শায়িত হলেন ফরিদা পারভীন ফরিদপুরে উপজেলা অফিস-থানায় হামলা, ভাঙচুর-আগুন পুলিশের বড় পদে রদবদল ঢামেকে জন্ম নেওয়া ৬ নবজাতকের চার জনের মৃত্যু বিজিবির জরুরি বার্তা জামায়াতে ইসলামীর ৩ দিনের কর্মসূচি ঘোষণা

ফ্রান্সে মনিকা ক্যাশ এন্ড ক্যারির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

#

২৩ মার্চ, ২০২৫,  3:55 PM

news image

ইয়াছির আরাফাত খোকন : ফ্রান্সের বাংলাদেশী অধ্যুষ্যিত এলাকায় গতকাল এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। স্থানীয় সুপরিচিত ব্যবসাপ্রতিষ্ঠান মনিকা ক্যাশ এন্ড ক্যারি-এর উদ্যোগে এই ইফতার মাহফিলে অংশ নেন প্রায় ৩০০ রোজাদার। আয়োজক প্রতিষ্ঠান রোজাদারদের জন্য ইফতারের বিশেষ আয়োজন করে এবং আগতদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লী এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশিরা। মনিকা ক্যাশ এন্ড ক্যারির পক্ষ থেকে মাসুম জানান এই বছরের ন্যায় ইফতার সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মনিকা ক্যাশ এন্ড ক্যারি অভিবাসী বাংলাদেশীদের পাশে থাকতে চায়। মাহফিলে অংশ নেওয়া বাংলাদেশী অভিবাসীরা বলেন প্রবাসে থেকেও একসাথে মিলেমিশে ইফতারের মাধ্যমে দেশের অনুভূতি পেয়েছে এই ইফতার আয়োজনে। এমন আয়োজন ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করবে। কমিউনিটির অনেকেই এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং আগামীতেও যেন এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম