ফ্রান্সে মনিকা ক্যাশ এন্ড ক্যারির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
২৩ মার্চ, ২০২৫, 3:55 PM

NL24 News
২৩ মার্চ, ২০২৫, 3:55 PM

ফ্রান্সে মনিকা ক্যাশ এন্ড ক্যারির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইয়াছির আরাফাত খোকন : ফ্রান্সের বাংলাদেশী অধ্যুষ্যিত এলাকায় গতকাল এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। স্থানীয় সুপরিচিত ব্যবসাপ্রতিষ্ঠান মনিকা ক্যাশ এন্ড ক্যারি-এর উদ্যোগে এই ইফতার মাহফিলে অংশ নেন প্রায় ৩০০ রোজাদার। আয়োজক প্রতিষ্ঠান রোজাদারদের জন্য ইফতারের বিশেষ আয়োজন করে এবং আগতদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লী এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশিরা। মনিকা ক্যাশ এন্ড ক্যারির পক্ষ থেকে মাসুম জানান এই বছরের ন্যায় ইফতার সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মনিকা ক্যাশ এন্ড ক্যারি অভিবাসী বাংলাদেশীদের পাশে থাকতে চায়। মাহফিলে অংশ নেওয়া বাংলাদেশী অভিবাসীরা বলেন প্রবাসে থেকেও একসাথে মিলেমিশে ইফতারের মাধ্যমে দেশের অনুভূতি পেয়েছে এই ইফতার আয়োজনে। এমন আয়োজন ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করবে। কমিউনিটির অনেকেই এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং আগামীতেও যেন এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।