ঢাকা ২৩ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
অর্থপাচারকারী ৭০ ভিআইপিকে শনাক্ত করেছে দুদক অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠন কত বেতন বাড়ল আউটসোর্সিং কর্মীদের কাশ্মীরে হামলা: সৌদি সফর সংক্ষিপ্ত করলেন মোদি, ফিরেই জরুরি বৈঠকে স্বর্ণের বাজারে অশনি সংকেত কাশ্মীরে দুই অস্ত্রধারীকে গুলি করে হত্যার দাবি ভারতীয় সেনাবাহিনীর ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল সাতসকালে ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু শৈলকূপায় সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ফ্রান্সে ইসলামি শিশুপালনবিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন বিশ্বনন্দিত আলোচক ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান

#

১৩ এপ্রিল, ২০২৫,  4:17 PM

news image

ইয়াছির আরাফাত খোকন: ইসলামী দৃষ্টিকোণ থেকে সন্তান প্রতিপালনের বিষয়ে লিখিত “কীভাবে গড়বেন নেক সন্তান” শীর্ষক গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে। বইটির লেখক এমসি ইনস্টিটিউট, ফ্রান্স-এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন। এটি তাঁর ষষ্ঠ গ্রন্থ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরবোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা (অব.) হুরায়রা কাওয়ারি। তিনি বলেন, “এই বই ইউরোপে বেড়ে ওঠা প্রবাসী প্রজন্মের জন্য এক অমূল্য দিকনির্দেশনা হয়ে থাকবে।” সভাপতিত্ব করেন এমসি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা শরীফ আল মুমিন এবং সঞ্চালনায় ছিলেন এফবিজেএ’র যুগ্ম-সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামারুজ্জামান। আলোচকরা বইটির গুরুত্ব তুলে ধরে বলেন, “গর্ভকাল থেকে শুরু করে কৈশোর পর্যন্ত সন্তান প্রতিপালনের প্রতিটি ধাপে ইসলামি নির্দেশনার চমৎকার উপস্থাপন রয়েছে এতে। এটি বর্তমান চ্যালেঞ্জিং সময়ে এক যুগান্তকারী সংযোজন।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা নাজির আহমেদ, অধ্যাপিকা নাজিয়া বিনতে মুসি, অধ্যাপিকা নাজনীন বেগম এবং তরুণ অ্যাক্টিভিস্ট মনোয়ার হোসাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা সোয়াহেল আহমেদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সমন্বয়ক মোঃ মাহবুব হোসাইন, এছাড়াও বক্তব্য রাখেন এমসি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান ইমন, কোষাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, সদস্য আব্দুস সালাম মামুন, কবি আব্দুল আজিজ সেলিম, চিত্রশিল্পী জয়নুল আবেদিন, হাফিজ মাওলানা মঈন উদ্দিন, সাইফুল আলম, জহির উদ্দিন, ফারুক শোয়েব, আলী হোসেন, তারেক রহমান, হাবিবুর রহমান, মিসবাহ উদ্দিন ও বনাই মিয়া। অনুষ্ঠান শুরু হয় হাফেজ জুবায়ের আহমেদের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। লেখক মাওলানা বদরুল বিন হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন এবং লিবিয়ার কর্নেল গাদ্দাফি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ফরাসি শিক্ষাব্যবস্থায় প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক। উল্লেখ্য, তাঁর পূর্বে প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে: ‘প্রাচ্যবিদদের ইসলাম চর্চা ও বিকৃতির অপপ্রয়াস’, ‘তিন ভাষায় কথোপকথন’, ‘আসল ঠিকানার সন্ধানে’, এবং ‘কুরআন বুঝার অনন্য কৌশল’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম