ঢাকা ১৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: গ্রেপ্তার টিটন ৫ দিনের রিমান্ডে এদেশে চাঁদাবাজদের কোন ঠাঁই হবে না সাতক্ষীরায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে গেছেন সাবেক আইজিপি মামুন বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজের স্থান হবে না: দুলু ভাঙারি দোকান দখল নিয়েই ব্যবসায়ীকে হত্যা: পুলিশ দিল্লিতে ভবন ধস, দুইজনের মৃত্যু হত্যার ২ দিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা: যুবদল সভাপতি সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার পথে প্রথম পদক্ষেপ: প্রেস সচিব গলাচিপায় নলুয়াবাগী খাল দখল, জলাবদ্ধতায় কৃষকের সর্বনাশ: সুইস গেটের আশ্বাস

ফোনে ব্যক্তিগত ছবি-ভিডিও নিরাপদে রাখবেন যেভাবে

#

আইটি ডেস্ক

০৮ জুলাই, ২০২৪,  11:23 AM

news image

সারাক্ষণ আমাদের সঙ্গী স্মার্টফোন। বিভিন্ন কাজে স্মার্টফোন ব্যবহার করছেন। ব্যক্তিগত নানান তথ্য, ছবি-ভিডিও ফোনে রাখছেন। কিন্তু এসব তথ্য যে কোনো মুহূর্তে বেহাত হয়ে যেতে পারে। তখন পড়তে হয় নানান ঝামেলায়। তবে এমন একটি ট্রিকস আছে যার মাধ্যমে ফোনে সেভ থাকা ছবি-ভিডিও একদম সুরক্ষিত থাকবে।

লক ফোল্ডার ব্যবহার করতে পারেন

গুগল লক ফোল্ডারে ছবি এবং ভিডিও নিরাপদ সেভ রাখতে পারবেন। এই লক ফোল্ডার পিন দিয়ে লক করে রাখা যাবে। লক ফোল্ডারে একবার যদি ছবি-ভিডিও চলে যায়, তখন তা আর সেটি অন্য কেউ দেখতে পারবে না। ফোনের স্ক্রিনে সেটি আর শো করবে না। অনেক সময় বেশ কিছু ছবি গ্রিড বা মেমোরি হিসেবে স্ক্রিনে ভেসে ওঠে। সেই ছবি-ভিডিওগুলো লক ফোল্ডারে সেভ করা থাকলে তা আর ভেসে উঠবে না। এমনকি যেসব অ্যাপে ফটোসের পারমিশন রয়েছে সেগুলো অ্যাক্সেস করতে পারবে না।

লক ফোল্ডার কী ভাবে সেটআপ করতে-

প্রথমে গুগল ফটোস অ্যাপ ওপেন করুন। তারপর ‘লাইব্রেরি’ অপশনে ক্লিক করে ‘লকড’ অপশনে ট্যাপ করুন। এবার লক ফোল্ডারে সেটআপ করুন। স্ক্রিনে দেওয়া গাইড অনুযায়ী ডিভাইস আনলক করুন। যদি আপনার লক ফোল্ডার খালি থাকে তাহলে সেখানে কিছু দেখাবে না। আবার ফোনে যদি স্ক্রিন লক না থাকে তাহলে লক ফোল্ডার ব্যবহার করা যাবে। ফোনের স্ক্রিন লক এবং লক ফোল্ডারের প্যাটার্ন/পিন একই থাকবে। আপনি আলাদা পাসওয়ার্ড বা পিন সেট করতে পারবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম