ঢাকা ০১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বার্ষিক সুন্নি এস্তেমা ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান জামায়াতের মুখে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে: চরমোনাই পীর ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান বিএনপি সরকারে গেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দেবে: মাহদী আমিন

ফের রাষ্ট্রের রোষে পরিচালক জাফর পানাহি

#

বিনোদন ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৫,  10:54 AM

news image

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে ‘দেশের বিরুদ্ধে প্রচার' চালানোর অভিযোগে এক বছরের কারাদণ্ড এবং ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির আদালত। নির্মাতার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করে আদালত। রায় অনুযায়ী, ৬৫ বছর বয়সী পানাহি দুই বছর বিদেশ ভ্রমণ করতে পারবেন না এবং কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্য হতে পারবেন না। তার আইনজীবী মোস্তফা নিলি জানান, পানাহির বিরুদ্ধে 'রাষ্ট্রবিরোধী প্রচারের' অভিযোগ আনা হয়েছিল। তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

পানাহি এখন বসবাস করেন ফ্রান্সে। তবে কানজয়ী চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ এর প্রচারের জন্য বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। গত সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে তিন পুরস্কার জিতেছে সিনেমাটি। সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য এবং আন্তর্জাতিক ফিচার বিভাগে সিনেমাটি সেরা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মরক্কোতে মারাকেশ ফিল্ম ফেস্টিভালেও উপস্থিত থাকবেন পানাহি। সেখানে তার সিনেমাটি প্রদর্শিত হবে এবং তিনি একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন।

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে পানাহির এই সিনেমা পাম দ'অর জেতে। ফ্রান্স ইতোমধ্যে এ সিনেমাকে তাদের সরকারি অস্কার মনোনয়ন হিসেবে নির্বাচিত করেছে এবং ধারণা করা হচ্ছে, আগামী মার্চে অনুষ্ঠিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগের শর্টলিস্টে সিনেমাটি জায়গা পাবে।

ইরান সরকারের সঙ্গে জাফর পানাহির বিরোধ নতুন নয়। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির কারণে তাকে চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয়। পরে তাকে অভিযোগে ছয় বছরের জেল দেওয়া হয়, তবে তিনি দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

২০২২ সালে তাকে 'চলচ্চিত্র নির্মাতাদের প্রতিবাদে' জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয় এবং সাত মাস পর তিনি মুক্তি পান। নিষেধাজ্ঞা সত্ত্বেও পানাহি নির্মাণ করেছেন ‘দিজ ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’র মত আলোচিত সিনেমা। ট্যাক্সি সিনেমাটি পুরোপুরি একটি গাড়ির ভেতরে শুট করা হয়, যেখানে তিনি নিজেই ট্যাক্সিচালকের চরিত্রে অভিনয় করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম