ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
নওগাঁ সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার টন গম উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা আছে, বলার পরও বাদ দেয়া হয়নি: সালাহউদ্দিন আসামিদের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সড়ক বিভাজনে থাকা অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন ইউএনও দিচ্ছেন চিকিৎসাসেবা বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেলেন প্রধান উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে মেয়েদের বিপিএল

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৫,  11:40 AM

news image

অনেক দিন ধরেই আলোচনায় ছিল মেয়েদের বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একাধিকবার জানিয়েছিল তাদের বিবেচনায় আছে এটি। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে পরিকল্পনা। মেয়েদের বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি। সবকিছু পরিকল্পনা মতো হলে ৭ ফেব্রুয়ারি ছেলেদের বিপিএল শেষের পরপরই ফেব্রুয়ারিতেই শুরু হবে মেয়েদের বিপিএল-এমনটাই জানালেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব। তিনটা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে। ছেলেদের বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং এক জন করে বিদেশি খেলোয়াড়কে খেলার অনুমতি দেওয়া হবে।’’ মেয়েদের বিপিএলের মেয়াদ নিয়ে তিনি জানালেন, ‘‘ ৮ থেকে ৯ দিনের মধ্যে এটা শেষ হবে। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এরই মধ্যে কথা বলেছি। তারা আগ্রহও দেখিয়েছে। আমরা আশা করছি এটা মেয়েদের ক্রিকেটকে আর একটা পর্যায়ে উন্নীত করতে পারবে।’’ ছেলেদের বিপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল আগ্রহী মেয়েদের বিপিএলেও। মাত্র তিন দল কেন? এমন প্রশ্নে ফাহিম বললেন, ‘‘একটা মানসম্পন্ন টুর্নামেন্ট করতে যে মানের ক্রিকেটার দরকার, আমার মনে হয় না এর চেয়ে বেশি দল করলে সেটা হতে পারত। চার দল নিয়েও করার কথা ভাবা হয়েছিল। তবে আমরা মনে করেছি তিনটা দল নিয়ে করতে পারলে খুব প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে।’’ টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে তিনি জানালেন, ‘‘তিনটা দল দুটো রাউন্ড খেলবে। প্রতি রাউন্ডে তিনটা করে ম্যাচ হবে। দুটো রাউন্ড মানে ছয়টা ম্যাচ হবে। তারপর ফাইনাল হবে। সেরা দুটো দল ফাইনাল খেলবে। মোট সাতটা ম্যাচ হবে।’’ বিপিএল বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রতিটা দল খেলায় চারজন বিদেশি। কিন্তু মেয়েদের বিপিএলে প্রতিটা দল মাঠে নামাতে পারবেন একজন বিদেশি । এর কারণ ব্যাখ্যায় ফাহিম জানালেন, ‘‘একজন বিদেশি খেলোয়াড় সব দলে খেলতে পারবে। দেশি খেলোয়াড় নিবন্ধিত হবে ১৫ জন করে। বিদেশিদেরটা ওপেন রেখেছি। তবে মাঠে নামতে পারবে একজন করে। দুটি কারণ আছে। একটা কারণ আর্থিক। চারজন বিদেশি নিতে গেলে যে আর্থিক চাপটা পড়বে এই মুহূর্তে দলগুলো সেটা নিতে চাচ্ছে না। আরেকটা কারণ হচ্ছে আমাদের নিজেদের খেলোয়াড়দের সুযোগটা দিতে চাই।’’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম