ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত
নিজস্ব প্রতিনিধি
২২ নভেম্বর, ২০২৫, 2:57 PM
নিজস্ব প্রতিনিধি
২২ নভেম্বর, ২০২৫, 2:57 PM
ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত
সিলেটের ফেঞ্চুগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর গৌরবময় ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। গত বৃহস্পতিবার সকাল ১০টায় এসএফসিএল প্রশাসন ভবন প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মামুদুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিইবি অন্তর্র্বতীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন এসএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আশরাফুল ইসলাম এবং আইডিইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী মির্জা মিজানুর রহমান সভাপতিত্ব করেন । শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাখা সদস্য সচিব প্রকৌশলী মোঃ নাঈম আল মামুন। “দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্যে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মো. আল আমিন। প্রকৌশলী হুমায়ূন কবিরের সঞ্চালনায় সভায় অতিথিবৃন্দ প্রকৌশল পেশার মর্যাদা বৃদ্ধি, জাতীয় উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা বলেন, দেশের সকল উন্নয়ন কার্যক্রমে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং ভবিষ্যত উন্নয়ন কাঠামোতে এই অবদান আরও বিস্তৃত হবে। শুভেচ্ছা বক্তব্যে অংশগ্রহন করেন সিলেট জেলা আইডিইবির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাঈনুল ইসলাম, জ্যেষ্ঠ প্রকৌশলী মোঃ সালাহউদ্দিন, বিসিআইসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল হান্নান, প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শহিদুর রহমান রুমান, আইইবি ফেঞ্চুগঞ্জ সাব-সেন্টারের সম্মানী সম্পাদক প্রকৌশলী সুবোধ চন্দ্র সরকার। সভা শেষে ফেঞ্চুগঞ্জ সাংগঠনিক জেলা আইডিইবি’র নতুন কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে মাহমুদুল হাসান চৌধুরীকে আহ্বায়ক ও নাঈম আল মামুনকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান রুমান, ফরিদ উদ্দিন, যুগ্ম সদস্য সচিব শামসুল আরেফিন রুমি, সদস্য আমির হামজা, রবিউল ইসলাম, আখলাক হোসেন, সুমন খান, শামীম আহমেদ, হুমায়ুন কবির, সাইফুদ্দিন পিন্টু, মিঠুন কুমার রায়, কাউসার আহমদ, মকবুল হাসান ও নাঈম ইসলাম প্রমুখ।