ফুলপুরে সড়কে শৃঙ্খলা আনতে অভিযান
নিজস্ব প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর, ২০২৩, 11:29 AM
নিজস্ব প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর, ২০২৩, 11:29 AM
ফুলপুরে সড়কে শৃঙ্খলা আনতে অভিযান
ময়মনসিংহের ফুলপুরে সড়কে শৃঙ্খলা আনয়ন ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে দুটি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রথমটিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় কল্লোল ও দ্বিতীয়টিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান নেতৃত্ব দেন। দ্বিতীয় অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ ভঙ্গের দায়ে ৩টি এবং সরকার নির্ধারিত দামের বেশি দাম রাখায় ১টি মামলাসহ মোট ৪ মামলায় সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অপর মামলাটিতে সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ৫শ টাকা জরিমানা করেন। এসময় ফুলপুর থানার এসআই শাহাদাত হোসেন মুন্না, কনস্টেবল শাহীন আলম, কনস্টেবল মাহবুব প্রমুখ তাদের সাথে ছিলেন।