ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

ফুড পয়জনিং নিরাময়ের ঘরোয়া ৬ উপায়

#

লাইফস্টাইল ডেস্ক

১৬ মার্চ, ২০২৫,  11:29 AM

news image

ফুড পয়জনিং একটি সধারণ ও দৈনন্দিন সমস্যা। ফুড পয়জনিং হলে সাধারণত বমি, পাতলা পায়খানা, জ্বর ও পেটব্যথা দেখা দেয়। অস্বাস্থ্যকর বা জীবাণুযুক্ত খাবার খেলে এ সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন না হয়েও ঘরোয়া উপায়ে সুস্থ হওয়া সম্ভব। তবে, অতিরিক্ত পানিশূন্যতা হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

ফুড পয়জনিংয়ের সাধারণ লক্ষণ:

বমিভাব বা বমি

পেটে ব্যথা বা ক্র্যাম্প

পাতলা পায়খানা

জ্বর

ঘরোয়া প্রতিকার:

খাবার থেকে বিরতি নিন – প্রথম কয়েক ঘণ্টা খাবার না খেয়ে পাকস্থলিকে বিশ্রাম দিন।

পানি ও ইলেক্ট্রোলাইট ড্রিংক পান করুন – প্রচুর পানি, ওরস্যালাইন ও ডাবের পানি পান করুন।

সহজপাচ্য খাবার খান – পেট স্বাভাবিক হলে ভাত, টোস্ট ও কলা খাওয়া যেতে পারে।

মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন – চর্বিযুক্ত খাবার, দুধ, ক্যাফেইন ও অ্যালকোহল পরিহার করুন।

পর্যাপ্ত বিশ্রাম নিন – শরীরের সুস্থতার জন্য কায়িক পরিশ্রম এড়িয়ে চলুন।

ওটিসি ওষুধ না খাওয়ার পরামর্শ – পাতলা পায়খানা দ্রুত বন্ধ করতে ওষুধ না খেয়ে শরীরকে জীবাণু বের করে দিতে দিন।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

অতিরিক্ত পানিশূন্যতার লক্ষণ যেমন মুখ শুকিয়ে যাওয়া ও তীব্র পিপাসা দেখা দিলে

প্রস্রাব কমে যাওয়া বা গাঢ় রঙের প্রস্রাব হলে

হৃদস্পন্দন দ্রুত হলে বা রক্তচাপ কমে গেলে

মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব করলে

বমি বা মলের সঙ্গে রক্ত আসলে

তিন দিনের বেশি পাতলা পায়খানা চললে

প্রাথমিক সতর্কতা অনুসরণ করলে সাধারণ ফুড পয়জনিং দ্রুত সেরে যায়, তবে উপসর্গ গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম