ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সংসদ থেকে হারিয়ে গেছে ৯০ লাখ টাকা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী মামলায় নাম থাকলেই গ্রেপ্তার নয়: ডিএমপি কমিশনার সাবেক মন্ত্রী ফরহাদ ৫ দিনের রিমান্ডে ভারতের বিরুদ্ধে খেলতে দেশ ছাড়লেন শান্তরা মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা ভোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: দুর্যোগ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নেই: বিজিএমইএ

প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে শেরপুরের ঝিনাইগাতীর ২ ইউনিয়নের ১০ গ্রাম প্লাবিত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২২,  2:44 PM

news image

প্রবল বর্ষণ ও ওজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুই ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ দুই ইউনিয়নের ১০ গ্র‍াম প্লাবিত হয়ে অন্তত দুই হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর পানি বৃদ্ধি পেয়ে ঝিনাইগাতী সদর ও ধানশাইল ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের বেশ কিছু বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। অপরদিকে নালিতাবাড়ী উপজেলায় ভূগাই নদীর তীরবর্তী এললকার গ্রামগুলোতে পানি প্রবেশ করতে দেখা গেছে। ঝিনাইগাতী বাজারের ব্যবসায়ী আবু বক্কর বলেন, ‘আমি এ বাজারেই ব্যবসা করি। পাহাড়ি ঢল আসলেই মহারশীর পাড় ভেঙে এ বাজারে পানি ঢুকে। এতে আমাদের বহু ক্ষয়ক্ষতি হয়। আমাদের অনেক দিনের দাবি একটি বেড়িবাঁধের।’ সদর ইউনিয়নের বাসিন্দা করিম মিয়া বলেন, ‘সকালে ওঠাই দেহি আমাগর বাড়িত পানি ঢুকতাছে। চুলাই পানি ওঠছে, তাই রান্না-বান্নাও বন্ধ। এখন চিড়া-মুড়ি খাইয়া আছি। আর একটু পানি ওঠলে ঘরো ওইঠা পড়ব।’ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহিদুল হক মনির বলেন, ‘মহারশী নদীর পানি বেড়ে বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতী বাজারসহ বিভিন্ন এলাকায় পানি ওঠতে শুরু করেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, সকাল থেকে পানি আসতে শুরু করেছে। উপজেলা পরিষদে পানি ওঠায় সরকারি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। ঝিনাইগাতী উপজেলার বন্যার্তদেও পাশে উপজেলা প্রশাসন আছে। তাদের জন্য প্রয়োজনে সবকিছু করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম