ঢাকা ১৬ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
এবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে স্বাস্থ্যের আলোচিত সেই মালেকের ৫ ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড আগামী পাঁচদিন ঝড়-শিলাবৃষ্টির আশঙ্কা ২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার চীনের ওপর শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করল যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল দ্রুতই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি সাতরাস্তায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৫,  1:20 PM

news image

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপসহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত আছেন- নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ। এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিএনপি সময় চেয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাইবেন কবে নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা কবে ঘোষণা করা হবে।  উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে না পারলে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আবার মাঠের কর্মসূচিতে যেতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে বিষয়ে গতকাল মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে বৈঠকের আলোচ্য সূচি এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের বিষয়ে স্পষ্ট ঘোষণার দাবি নিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রশাসনের সর্বস্তরে বিগত আওয়ামী লীগ সরকারের দোসর ও সুবিধাভোগীরা এখনো বহাল আছে। এত দিন যাঁরা বৈষম্যের শিকার, তাঁদের এখনো পদায়ন করা হচ্ছে না। এ বিষয়গুলোও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলবে বিএনপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম