ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
জাপার কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের ঢাকায় মহাসমাবেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড, মন্ত্রণালয়ের প্রতিবাদ নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৩২ বস্তা টাকা, চলছে গণনা ট্রাম্প আরোপিত অধিকাংশ শুল্কই অবৈধ: মার্কিন আদালত জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২০ বিদেশে ছাপা হবে ৬০০ কোটি টাকার পাঠ্যবই

প্রকাশ হলো সুলেখা আক্তার শান্তার শততম ছোটগল্প

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২২,  8:54 PM

news image

শততম ছোটগল্প পত্রিকায় প্রকাশ হলো। এব্যাপারে সুলেখা আক্তার শান্তা জানান, শততম ছোটগল্প পত্রিকায় প্রকাশ আমার জন্য এটি আনন্দময়। আনন্দময় মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার প্রকাশিত ছোটগল্পের সংখ্যা একশত পূর্ণ হলো। শততম ছোটগল্প ‘অপূর্ণ প্রত্যাশা’ প্রকাশিত হয়েছে দৈনিক মুক্তখবর পত্রিকায়। দৈনিক মুক্তখবর পত্রিকার সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার লেখা দুটি প্রকাশিত উপন্যাস ‘এ চোখের দৃষ্টিতে তবুও তুমি’ ও ‘ফিরে এসো’ রয়েছে। প্রকাশিত হয়েছে দুটি ছোট গল্পগ্রন্থ ‘চারিদিকে মেঘ ছিল’ ও ‘আসব ফিরে তোমার কাছে’।

এছাড়াও রয়েছে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ। প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ীদের দোয়া, ভালোবাসা, অনুপ্রেরণা ও উৎসাহ দিয়ে গল্প, কবিতা, উপন্যাস লিখতে সাহস যুগিয়েছেন আপনাদের প্রতি রইলো আমার অজস্র ধন্যবাদ, শুভকামনা ও শুভেচ্ছা এবং অশেষ কৃতজ্ঞতা। আমার লেখায় যিনি বড় অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি দৈনিক মুক্তখবর পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মহাসীন আহমেদ স্বপন। তাঁর প্রতি রইলো আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। লেখায় যতটুকু আসতে পেরেছি তাতে আমি অনেক আনন্দিত। অজ¯্র ধন্যবাদ সকল মিডিয়াকে আমাকে এ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। প্রকাশক সাংবাদিক আমার লেখা নিয়মিত প্রকাশ করেছেন পত্রিকায় ও নিউজ পোর্টালে সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে রইলো শ্রদ্ধা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন সেই আশা করি সর্বান্তকরণে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম