প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ট্যাপট্যাপ সেন্ডের উদ্যোগে ইফতার আয়োজন
২৩ মার্চ, ২০২৫, 11:22 AM

NL24 News
২৩ মার্চ, ২০২৫, 11:22 AM

প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ট্যাপট্যাপ সেন্ডের উদ্যোগে ইফতার আয়োজন
ইয়াছির আরাফাত খোকন : ট্যাপট্যাপ সেন্ড-এর উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসের Aubervilliers এলাকায় ২২ মার্চ এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্যারিসে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) মো. মিজানুর রহমান। তিনি বলেন, “প্রবাসীদের এই ধরনের মিলনমেলা আমাদের ঐক্য ও সংস্কৃতিকে সমুন্নত রাখে।”ট্যাপট্যাপ সেন্ড বাংলাদেশ-এর অ্যাম্বাসেডর ও মিডিয়া কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান বলেন, “আমাদের অ্যাপের মাধ্যমে প্রবাসীরা সহজেই, বিনামূল্যে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন। প্রথম ট্রান্সফারে EGALTUBE প্রোমোকোড ব্যবহারে মিলবে তাৎক্ষণিক বোনাস।এছাড়া প্রথম ট্রান্সফারে EGALTUBE প্রোমোকোড ব্যবহার করলে গ্রাহকেরা ২০ £, ২০€ বা ২০$ পর্যন্ত ইনস্ট্যান্ট বোনাস পেতে পারেন। তিনি আরও বলেন, ট্যাপট্যাপ সেন্ড প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকতে পেরে গর্বিত। আমাদের লক্ষ্য হলো প্রবাসীদের জন্য অর্থ প্রেরণ সহজ করা; যাতে তাঁরা সবসময়ই নিজেদের পরিবার ও স্বজনদের পাশে থাকতে পারেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী কল্যাণ মিত্র বড়ুয়া, ফ্রান্স টুয়েন্টিফোর-এর মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাভিশন ফ্রান্সের এর প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, কাউন্সিলর কৌশিক রাব্বানী খান ও অন্যান্য বিশিষ্টজনেরা।ইফতার শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।