ঢাকা ১৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আরও ৭ দেশের নাগরিকের জন্য ট্রাম্পের বড় দুঃসংবাদ আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বাংলাদেশে সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ ‘আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না’ বন্ধ হচ্ছে গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন সংখ্যা ছাড়াল চার লাখ ৫৬ হাজার ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ নিহত ৪ বিজয়ের মাসে জয়ার সিনেমার বিশেষ প্রদর্শনী

পোস্টাল ব্যালটের প্রথম লট বিদেশে যাচ্ছে চলতি সপ্তাহে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৫,  12:35 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এ লক্ষ্যে প্রবাসে নিবন্ধিতদের জন্য ১৭ ডিসেম্বর পোস্টাল ব্যালট পেপার পাঠানো শুরু করতে পারে নির্বাচন কমিশন (ইসি) সোমবার (১৫ ডিসেম্বর) ডাক অধিদপ্তরের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, প্রথম চালান বিমানে করে পাঠানো হবে ১৭ ডিসেম্বর। যা ধারাবাহিকভাবে ১২০টি দেশে যাবে। প্রবাসী ভোটারদের জন্য দুটি করে ব্যালট পেপার পাঠানো হবে। ভোট দিয়ে কাছের কোনো পোস্টবাক্সে ফেরত খাম দিতে বলেছে ইসি। নিবন্ধনের মতো ফেরত খাম পোস্ট করারও একটা দিন নির্ধারণ করে দেওয়ার কথা বলেছেন ইসি কর্মকর্তারা। তারা বলছেন, ভোটের আগের দিন সব সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে যাবে। এর আগেই নির্ধারিত একটা সময়ে দেশে পৌঁছাতেই হবে। কারণ, ভোটের পরে এলে তা আর গণনার সুযোগ নেই। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের পর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৮ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ২০ দিন সময় রয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ লাখ ৫ হাজার ৯১৯ জন। নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৯৩৮ জন পুরুষ আর ২৬ হাজার ৪৮ জন নারী ভোটার। পোস্টাল ব্যালটে ভোট দিতে সবচেয়ে বেশি আবেদন করা হয়েছে সৌদি আরব থেকে। দেশটি থেকে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৫৪৪ জন প্রবাসী। আর দেশে থাকা ২৬ হাজার ৮২১ জন ব্যক্তিও পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ অ্যাপ উদ্বোধন করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম