ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
কালিগঙ্গায় নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি শারীরিক অবস্থার জন্য বিলম্ব হচ্ছে: ডা. জাহিদ ভারতে ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন বোয়ালখালী দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামছু ও সাধারণ সম্পাদক নজরুল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার কারাগারে মৃত্যু কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মানবিক সেবা অভিযানের সমাপনী আজ রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা দেশীয় চিনি শেষ না হওয়া পর্যন্ত আমদানি নয়: শিল্প উপদেষ্টা

পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৫,  2:21 PM

news image

সরকার আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট ঘোষণা না করলে সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়। সমাবেশে বক্তারা স্পষ্ট জানান, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং আগামী জানুয়ারি থেকেই তা কার্যকর করতে হবে। না হলে সারা দেশে কর্মবিরতিতে যাবেন তারা। মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, বাজারদরের সঙ্গে সমন্বয় রেখে প্রতি পাঁচ বছর অন্তর বেতন বাড়ানোর কথা থাকলেও ২০১৫ সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় কর্মচারীরা চরম আর্থিক চাপের মধ্যে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের ব্যানারে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নবম পে-স্কেলের জন্য পে-কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টার বক্তব্য–যে নতুন পে-স্কেল আগামী সরকার বাস্তবায়ন করবে–তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বৈষম্যমুক্ত নবম পে-স্কেল কার্যকর করার দাবি জানান তিনি।

মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশে বিভিন্ন দফতর ও বিভাগের লক্ষাধিক কর্মচারী অংশ নেন। মো. জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ডাক বিভাগের হাজার হাজার কর্মচারীও সমাবেশে যোগ দেন। কর্মচারীদের এই যৌক্তিক দাবির প্রতি সংহতি জানাতে সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ ছাড়াও মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন, খায়ের আহমেদ মজুমদার প্রমুখ কর্মচারী নেতা সমাবেশে বক্তব্য দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম