ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

পুতিনকে গোপনে করোনা পরীক্ষার যন্ত্র পাঠান ট্রাম্প: নতুন বইয়ে দাবি

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর, ২০২৪,  11:04 AM

news image

সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে। আসন্ন নির্বাচনে জয়ী হলে এই সম্পর্কের ভিত্তিতে ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন, এমন আত্মবিশ্বাসও রয়েছে ট্রাম্পের। এরমধ্যেই সামনে এলো আরও এক খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোভিড-১৯ পরীক্ষার মেশিন উপহার হিসেবে দিয়েছিলেন। এমনটাই দাবি করেছেন ওয়াটারগেট কেলেঙ্কারির আলোচিত প্রতিবেদক বব উডওয়ার্ড। 

বব উডওয়ার্ডের নতুন একটি বইয়ে এমনটাই দাবি করা হয়েছে। বইটির নাম ‘ওয়ার’। বব উডওয়ার্ড একজন বর্ষীয়ান সাংবাদিক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাড়াজাগানো ‘ওয়াটারগেট কেলেংকারির’ ঘটনায় অনুসন্ধানী সাংবাদিকতার কারণে খ্যাতি পেয়েছেন তিনি। তবে ববের এমন দাবি নাকচ করে দিয়েছে ট্রাম্পের প্রচারশিবির। আসছে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনে জিতে তিনি আবার হোয়াইট হাউসে যেতে চান। এখন চলছে জোর প্রচারণা।

বব উডওয়ার্ড ১৯৭১ সালে একজন রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন দ্য ওয়াশিংটন পোস্টে। এখন আর তিনি এর কোনো কর্মচারী নন। তবু তিনি ওয়াশিংটন পোস্টের সম্মানজনক ‘এসোসিয়েট এডিটর’ পদ ধারণ করে আছেন। তিনি এবং আরেক সাংবাদিক কার্ল বার্নস্টেইন ১৯৭২ সালে যুগান্তকারী প্রতিবেদন প্রকাশ করেন ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে। তার রেশ ধরে ক্ষমতা হারান যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। সেই বব উডওয়ার্ড এবার পুতিনের সঙ্গে ট্রাম্পের গোপন সম্পর্ক উন্মোচন করেছেন। ফলে তার এই তথ্যটিকে হালকা করে দেখার কোনো অবকাশ নেই, অন্তত রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের কথা বিবেচনা করে। 

‘ওয়ার’ বইটিতে উল্লেখ রয়েছে, করোনা মহামারির কঠিন সময়ে ট্রাম্প পুতিনের কাছে করোনা শনাক্তকরণ যন্ত্র পাঠিয়েছিলেন। সেখানে বলা হয়েছে, ট্রাম্প পুতিনের কাছে পাঠানো যন্ত্রের বিষয়ে গোপন রাখার জন্য পুতিন তাকে অনুরোধ করেছিলেন।  এছাড়া প্রেসিডেন্টের পদ হারানোর পরেও ট্রাম্প পুতিনের সঙ্গে যোগাযোগ রাখতে থাকেন; হোয়াইট হাউস থেকে চলে যাওয়ার পর ট্রাম্প সম্ভবত সাতবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।  পুতিনের অনুরোধ ছিল, করোনা পরীক্ষার যন্ত্র হস্তান্তরের বিষয়টি যেন গোপন থাকে। ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল, তিনি কাউকে পাত্তা দেন না।  উডওয়ার্ডের বইটি আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে। 

সূত্র- দ্যা গার্ডিয়ান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম