পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সম্পাদকের সাংবাদিক সম্মেলন
১৬ ফেব্রুয়ারি, ২০২৫, 3:12 PM
![logo](https://dailymuktakhabar.com/frontend/assets/images/home/logo.png)
NL24 News
১৬ ফেব্রুয়ারি, ২০২৫, 3:12 PM
![news image](https://dailymuktakhabar.com/images/news/1739697150.jpg)
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সম্পাদকের সাংবাদিক সম্মেলন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহজাহান আলীকে কৃষক লীগ নেতার অপবাদ দিয়ে ওই পদে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলনের ৭২ ঘন্টা পরই পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় সংক্ষুব্ধ হয়ে গতকাল শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে ওই বিএনপি নেতা শাহজাহান আলী তার দলীয় ব্যাখ্যা প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাজু, সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।এতে সভাপতিত্ব করেন পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোস্তফা মিয়া। সংবাদ সম্মেলনে শাহজাহান আলী বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপির মুলধারার রাজনীতি করে আসছি। বিগত ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন, অত্যাচার, নির্যাতন, হামলা-মামলার ভয়ে আমি স্ত্রী, সন্তান রেখে প্রায় দীর্ঘদিন পালিয়ে ছিলাম। ফ্যাসিষ্ট আওয়ামী লীগের রাজনৈতিক হয়রানি থেকে বাঁচতে আমি অনেকটা সময় আত্মগোপনে থেকেছি। তারপরও আমি বিএনপির রাজনৈতিক আদর্শ জলাঞ্জলি দেইনি। নানাবিধ হুমকি ধামকির মধ্যেও বিএনপির দলীয় কর্মসূচী পালন করেছি। জীবনের ঝুঁকি নিয়ে আমি ২০২৩ সালে মদনখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। আমার সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তায় গত ৯ ফেব্রুয়ারী উপজেলার কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সাধারন সম্পাদক নির্বাচিত হই। কাউন্সিলে ৪৫৯ জন কাউন্সিলরসহ জেলা ও উপজেলা বিএনপির সহস্রাধিক উপস্থিত ছিলেন। আমার এ বিজয়ে ইর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দি প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ আমার এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পাশাপাশি তিনি আমার ছবি এডিট করে কৃষক লীগের মিছিলে দেখিয়েছে। আমি তার অপতৎপরতা, উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা এবং বানোয়াট খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।