ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা সেপ্টেম্বরেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ‘ক্ষমতার স্বাদ নিতে আসিনি, ছয় মাসের মধ্যে নির্বাচন করব’ ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসুর দায়িত্ব নিলেন সাদিক-ফরহাদ, সিনেটে ৫ ছাত্র প্রতিনিধি নেত্রকোনায় স্পিড বোট ডুবি: ৩৬ ঘণ্টা পর আরও দুই মরদেহ উদ্ধার ফরিদপুরে রেল ও সড়কপথ অবরোধ আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত হবে শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

পিআর পদ্ধতি না বুঝলে বিএনপির রাজনীতি করা উচিত না: চরমোনাই পীর

#

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  11:07 AM

news image

বিএনপি নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য পিআর পদ্ধতির বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, দেশের বেশির ভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এছাড়াও বেসরকারি একটি সংস্থার জরিপে দেখা গেছে দেশের ৭০ শতাংশ লোক পিআর পদ্ধতির পক্ষে। এর পরও যদি বিএনপি বলে পিআর বোঝে না, তাহলে তাদের রাজনীতি করা উচিত না।  শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠে তিন দফা দাবিতে আয়োজিত গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের সঙ্গে একটি ওয়াদা করেছিলেন। সেই ওয়াদার মধ্যে ছিলো সংস্কার, বিচার, এরপর জাতীয় নির্বাচন। আমরা সরকার প্রধানকে বলবো জাতির কাছে মৌলিক সংস্কারের যে ওয়াদা ছিলো সেটি বাস্তবায়তি হয়নি। দৃশ্যমান বিচার হয়নি। ওয়াদা বাস্তবায়ন না করে তিনি জাতীয় নির্বাচন ঘোষণ কেনো করলেন? এটা তাঁর কাছে আমাদের প্রশ্ন।  তিনি বলেন, মৌলিক সংস্কার ও দৃশ্যমান বিচারের মাধ্যমে যদি নির্বাচনী পরিবেশ তৈরি হয়, তাহলে ফেব্রুয়ারি কেনো আরো আগেও নির্বাচন দিতে পারে। এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা নির্বাচনী পরিবেশ চাই।” মুফতি রেজাউল করিম আরও বলেন, জুলাই চেতনা নিয়ে আমাদের বাংলাদেশের এতোগুলো মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। তাদের এই দেশকে নিয়ে নিশ্চয়ই একটা লক্ষ উদ্দেশ্য ছিলো। সেই লক্ষ ও উদ্দেশ্য যদি বাস্তাবায়ন না হয় আর গতানুগতিক ধারায় যদি নির্বাচন হয়, তাহলে সেখানে তো ফ্যাসিস্ট ও খুনি তৈরি হবে। আবার ভোট ডাকাতির মতো ঘটনা ঘটবে। আর এ জন্য তো মানুষ জীবন দেয়নি। ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলামের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মামুনুর রশিদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এম ওবায়েদুর রহমান, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন, ভোলা-৪ আসনের প্রার্থী প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম