পাল্টাপাল্টি সমাবেশ: সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই, ২০২৩, 2:38 PM

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই, ২০২৩, 2:38 PM

পাল্টাপাল্টি সমাবেশ: সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে পুলিশ
রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ করছে দেশের বৃহৎ দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। সমাবেশকে ঘিরে যেকোনো সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বুধবার (১২ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপির সমাবেশ হবে। জানা গেছে, এই সমাবেশ থেকেই সরকারপতনের এক দফার আন্দোলন ঘোষণা করবে দলটি। অন্যদিকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। সকাল থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দুটি দলের নেতাকর্মী ও সমর্থকরা নিজ নিজ সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর পল্টন, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল ও গুলিস্তান এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি সাদা পোশাকেও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেশ কিছু নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হচ্ছে। পুলিশ জানায়, সমাবেশ ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সমাবেশের নামে পরিবহন চলাচলে বাধা সৃষ্টি, লাঠিসোঁটা নিয়ে মিছিল কিংবা আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, দুই রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইউনিফর্ম ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ কাজ করছে। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়।