ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২১,  10:47 AM

news image

চিকিৎসার জন্য এ মাসের শেষ দিকে ইংল্যান্ডে যেতে পারেন তামিম, অস্ত্রোপচারের প্রয়োজন হলে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই ওপেনারকে ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদশের ওয়ানডে অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল। বাঁ হাতে আগে থেকেই একটি ফ্র্যাকচার থাকলেও ২ ম্যাচের টেস্ট সিরিজে খেলার জন্য তামিম চোট থেকে সেরে ওঠার পথেই ছিলেন।

কিন্তু সর্বশেষ স্ক্যানে দেখা যায়, তার বাঁ হাতের বুড়ো আঙুলে আরও একটি ফ্র্যাকচার রয়েছে এবং পাকিস্তানের বিপক্ষের টেস্ট সিরিজের আগে তামিমের পক্ষে কেবল একটি ফ্র্যাকচার থেকে সেরে ওঠা সম্ভব। সেপ্টেম্বরের শুরুর দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে যান  এই বাঁহাতি ওপেনার। ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে নেপালের ফ্র্যাঙ্কাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গিয়ে বাঁ হাতে চোট পান তামিম। পরবর্তীতে এক্স-রেতে বাঁ হাতে ফ্র্যাকচার ধরা পড়ে। এরপর থেকে তামিম চোট থেকে সেরে ওঠার লক্ষ্যে চিকিৎসা নিচ্ছিলেন। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে না খেলতে চাইলেও টেস্ট সিরিজে খেলতে আগ্রহী ছিলেন তামিম। সেই উদ্দেশ্যে কিছুদিন আগে হালকা অনুশীলন এবং নেট প্র্যাকটিস সেশনও শুরু করেন তামিম।

নেটে পেসারদের বল খেলার সময়ে আবার ব্যথা অনুভব করলে শনিবার (১৩ নভেম্বর) নতুন করে আবার এক্স-রে করা হলে বাঁ হাতের বুড়ো আঙুলে নতুন আরেকটি ফ্র্যাকচার ধরা পড়ে। তামিমের বাঁ হাতের বুড়ো আঙুলে দুটি ফ্র্যাকচারের মধ্যে পুরোনো ফ্র্যাকচারটি আঙুলের ভেতরে এবং নতুন ফ্র্যাকচারটি আঙুলের বাইরে। গত এক মাসের চিকিৎসায় আঙুলের ভেতরের ফ্র্যাকচারের চোট অনেকটা সেরে গেলেও আঙুলের বাইরের ফ্র্যাকচারটি নজরে না আসায় সেটির সমস্যা রয়েই গেছে। ইতোমধ্যেই তার বাঁ হাতের বুড়ো আঙুলে আবার স্প্লিন্ট স্থাপন করা হয়েছে।  চিকিৎসার জন্য এ মাসের শেষ দিকে ইংল্যান্ডে যেতে পারেন তামিম। যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তাহলে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই ওপেনারকে। সেক্ষেত্রে সম্ভবত নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও মিস করবেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম