চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল
১৮ সেপ্টেম্বর, ২০২৫, 3:13 PM
NL24 News
১৮ সেপ্টেম্বর, ২০২৫, 3:13 PM
চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। আজ দুপুর ২টার সময় এই প্যানেল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির। সংগঠনটি ভিপি পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে মো. শাফায়াত হোসেন ও এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিককে মনোনয়ন দিয়েছে। এ ছাড়া ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম বিপ্লবকে মনোনয়ন দিয়েছে। ২৮টির পদের মধ্যে ২৬টি পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। এর আগে বিচ্ছিন্নভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র জমাদানের শেষ সময়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।