পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের বিদেশি নাগরিকত্বে নিষেধাজ্ঞার প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি, ২০২৫, 3:36 PM
আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি, ২০২৫, 3:36 PM
পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের বিদেশি নাগরিকত্বে নিষেধাজ্ঞার প্রস্তাব
পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটের মন্ত্রিসভা সচিবালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে শুক্রবার (১০ জানুয়ারি) একটি বিল নিয়ে আলোচনা হয়েছে। বিলে দেশটির সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। যদি বিলটি পাস হয় তাহলে, দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির কোনো সরকারি চাকরিজীবী পাকিস্তানের পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিক হতে পারবেন না। খবর দ্য ডনের। সিনেটর রানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে কমিটি “সিভিল সার্ভেন্টস (সংশোধনী) বিল, ২০২৪” নিয়ে আলোচনা করে। সিনেটর ড. আফনানউল্লাহ খান বিলটি উত্থাপন করেন। ড. আফনানউল্লাহ খান বলেন, সরকারি কর্মচারীরা দায়িত্ব নেয়ার সময় পাকিস্তানের প্রতি আনুগত্যের শপথ নেন। তাই কোনো ব্যক্তি বা সরকারি কর্মচারীর পক্ষে দুটি দেশের প্রতি অনুগত থাকা অসম্ভব। তবে সিনেটর সাদিয়া আব্বাসি এই বিলের বিপক্ষে যুক্তি দিয়ে বলেন,
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশে নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব নেয়ার সুযোগ রয়েছে। আশ্চর্যের বিষয় হলো যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের পদ ব্যতীত একজন দ্বৈত নাগরিক যেকোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারেন। তিনি বলেন, সরকারকে দ্বৈত নাগরিকত্ব সম্পর্কিত একটি নীতি প্রণয়ন করতে হবে। যেখানে দ্বৈত নাগরিকত্বের ওপর নিষেধাজ্ঞা এবং প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে। সিনেটর আব্বাসি ও অন্যান্য সদস্যরা বলেন, দ্বৈত নাগরিকত্বের ওপর নিষেধাজ্ঞা সব সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। কোনো ব্যতিক্রম থাকলে তা সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। মন্ত্রিপরিষদ সচিব কামরান আলী আফজাল জানান, বিষয়টি সচিব কমিটিতে আলোচনা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কোনো বিরোধিতা নেই। যেকোনো ব্যক্তির জন্য দুটি দেশের প্রতি আনুগত থাকা স্বাভাবিকভাবে কঠিন। কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে বিষয়টির সমাধানের জন্য পরবর্তী বৈঠকে সচিব কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা করা হবে।