আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি, ২০২৩, 3:59 PM
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭
পাকিস্তানের পেশোয়ার শহরে মসজিদে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। সোমবার (৩০ জানুয়ারি) জোহরের নামাজ চলাকালে হামলার ঘটনা ঘটে। খবর জিও নিউজের। নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদের ভেতরে নামাজের সময় বিস্ফোরণটি ঘটে। আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
হাসপাতালটির একজন মুখপাত্র চিকিৎসকের বরাতে জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি মসজিদে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। তিনি বলেন, ‘এটি ছিল শক্তিশালী বিস্ফোরণ। বিস্ফোরণের পর চারিদিকে শুধু ধোঁয়া উড়ছিল। তিনি আরও বলেন, ঘটনার সময় মসজিদে কমপক্ষে ১২০ জন লোক ছিল। এটি ছিল আত্মঘাতী বোমা হামলা। জোহরের নামাজ চলাকালে হামলার ঘটনা ঘটে। হামলাকারী মসজিদের ভেতরে সামনের সারিতে ছিলেন। আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ সদস্য।