ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

পাকিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ ডাফির

#

স্পোর্টস ডেস্ক

২০ মার্চ, ২০২৫,  11:00 AM

news image

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জ্যাকব ডাফি। এই সংস্করণের বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা দ্বাদশ স্থানে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড পেসার। পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার (১৯ মার্চ) প্রকাশ করে আইসিসি। সেখানে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ২৩ ধাপ উন্নতি করেন ডাফি। গত রবিবার ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং উপহার দেন ৩০ বছর বয়সী ডাফি। ১৪ রান নেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আরও দুইবার ম্যাচে ৪ উইকেট নেন তিনি, ১৫ ও ৩৩ রানে। ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে মঙ্গলবার ২০ রানে ২ উইকেট নেন ডাফি। দুইটি ম্যাচই জিতে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে ২-০ তে এগিয়ে স্বাগতিকরা। সবশেষ ম্যাচে ২৩ রানে ২ উইকেট নিয়ে ২২ ধাপ অগ্রগতি হয়েছে বেন সিয়ার্সের। এই পেসারের অবস্থান এখন ৬৭তম। এছাড়া ইশ সোধি (২ ধাপ এগিয়ে ৩৬তম), জ্যাকারি ফোকস (৪১ ধাপ এগিয়ে ৯০তম) ও পাকিস্তানের হারিস রউফও (৪ ধাপ এগিয়ে ২৬তম) উন্নতি করেছেন। টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ১১টি স্থানে আসেনি কোনো পরিবর্তন। তালিকায় সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। পাকিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে ২৯ বলে ৪৪ ও ২২ বলে ৪৫ রান করে ২০ ধাপ এগিয়েছেন টিম সাইফার্ট। তালিকায় ত্রয়োদশ স্থানে আছেন তিনি। দুই ম্যাচে অপরাজিত ২৯ ও ৩৮ রান করে ৮ ধাপ এগিয়ে ১৮তম স্থানে আরেক কিউই ফিন অ্যালেন। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই সবার ওপরে ভারতের হার্দিক পান্ডিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম