পবিত্র সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে বামনায় সেমিনার ও দোয়া অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর, ২০২৫, 2:42 PM
NL24 News
২৭ সেপ্টেম্বর, ২০২৫, 2:42 PM
পবিত্র সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে বামনায় সেমিনার ও দোয়া অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সাল : বরগুনার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পবিত্র সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সেমিনার ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সাইদুর রহমান, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সাইফুল্লাহ মানসুর, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা, এবং দারসুল কুরআন ড. মোঃ আরিফ হোসেন, বিশিষ্ট ইসলামি শিক্ষাবিদ ও প্রভাষক, বামনা সরকারি ডিগ্রি কলেজ। সংক্ষিপ্ত আলোচনা করেন জাফর হাসান মাহমুদ, সভাপতি ইসলামি ছাত্র শিবির। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ সাইফুল ইসলাম ফুয়াদ, প্রভাষক ও ধর্মীয় আলোচক, বাংলাদেশ বেতার। অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।