পদ্মা সেতুর নাটবল্টু খোলা সেই বাইজীদের জামিন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২২, 11:53 AM
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২২, 11:53 AM
পদ্মা সেতুর নাটবল্টু খোলা সেই বাইজীদের জামিন স্থগিত
পদ্মা সেতুর নাট খুলে টিকটক করা যুবক বাইজীদ তালহার জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশেষ চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম তার এ জামিন স্থগিত করেন। এর আগে গত বুধবার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়। পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে সন্ধ্যায় সিআইডির হাতে গ্রেপ্তার হন এক যুবক। পরে জানা যায়, তিনি বায়েজিদ তালহা নামে পরিচিত, তবে তার জাতীয় পরিচয়পত্রের নাম মো. বাইজীদ। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। তার জামিন ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করে ঐ দিন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন চেম্বার আদালত।