পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাসচাপায় ট্রাকের চালক-হেলপার নিহত
নিজস্ব প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি, ২০২৫, 10:46 AM
নিজস্ব প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি, ২০২৫, 10:46 AM
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাসচাপায় ট্রাকের চালক-হেলপার নিহত
মাদারীপুর জেলার শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাসচাপায় একটি ট্রাকের চালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। জানা গেছে, মুন্সীরবাজার এলাকায় সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে চালক ও হেলপার পাশে দাঁড়িয়েছিলেন। এসময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে বলা যাবে।