পদত্যাগসহ বিভিন্ন দাবীতে আন্দোলন করছে নিটার শিক্ষার্থীরা
০২ সেপ্টেম্বর, ২০২৪, 9:36 PM
NL24 News
০২ সেপ্টেম্বর, ২০২৪, 9:36 PM
পদত্যাগসহ বিভিন্ন দাবীতে আন্দোলন করছে নিটার শিক্ষার্থীরা
ফয়জুল ইসলামঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ও উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মিজনুর রহমানের অনুসারীদের পদত্যাগসহ বিভিন্ন দাবীতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এসময় প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে তারা। সোমবার (০২ই সেপ্টেম্বর) সকাল থেকে অবরোধ করে সাভারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবরোধ শুরু করে। এসময় তারা শিক্ষকদের বিরুদ্ধে ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে শ্লোগান দেয়। বিক্ষোভে শিক্ষার্থীরা দাবি জানান, পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে একজনকে দু'বার সুযোগ দিয়ে দুই বছরের জন্য দায়িত্ব দিতে হবে। নিটারের পিপিপি এর নামে বিটিএমএ ও বিটিএমসি এর সাথে কিভাবে সংযুক্ত হয়ে পিপিপি এর সকল সুযোগ সুবিধা নোটিশ আকারে প্রকাশ করার দাবি করেন। এছাড়া ৫৯ তম জিবি মিটিং এর সিদ্ধান্তে শিক্ষক প্রতিনিধিদের কেন বের করে দেওয়া হয়েছিল তার সঠিক ব্যাখ্যা প্রদান এবং জিবিতে অভিভাবক প্রতিনিধি কারা তার সুস্পষ্ট ব্যাখ্যা চান। মেয়েদের হোস্টেলের বিষয়ে মানন্নোয়ন, হোস্টেলের ভিতরে শিক্ষকদের আবাসিক কোয়ার্টার অপসারণ করার দাবী করেন। বাতিল কৃত সকল শিক্ষার্থী সিট পুণর্বহাল, সেই সাথে সিনির্দিষ্ট হল কমিটি গঠন করে কার্য প্রণালী প্রকাশ করতে হবে। যে কোন পরিস্থিতিতে শিক্ষার্থীদের কাছ থেকে ১৬ টির বেশি ইনস্টলমেন্ট নেওয়া যাবে না এবং তিন মাস পর পর ফি নিতে হবে। দ্রুত অপসারণকৃত শিক্ষকদের নিয়োগ দিতে হবে। স্কলারশিপ বন্ধ রাখার কারন দর্শানো এবং অযথা হয়রানি বাদ দিয়ে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়া তারা মোট ১৬ টি দাবি শিক্ষকদের সামনে তুলে ধরেন।