ঢাকা ২৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
এখনো পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট দেশের কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা ৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস প্রার্থীদের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

পটুয়াখালীর নতুন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী

#

২১ সেপ্টেম্বর, ২০২৫,  2:58 PM

news image

এবি আনান আহমেদ : পটুয়াখালী জেলায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে  জনাব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এর পূর্বে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপ-সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব ড.শহীদ হোসেন চৌধুরী জেলা এবং উপজেলা পর্যায়ে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করে এক ব্যাপক ইতিবাচক সারা পেয়েছেন। পটুয়াখালী জেলার স্থানীয় সরকার বিভাগ, সিভিল সার্জন এর কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, আইনজীবী সমিতি, সাংবাদিক সমিতি, চেম্বার অফ কমার্স সহ পটুয়াখালীর বিভিন্ন অফিস ঘুরে জেলা প্রশাসক মহোদয়  সম্পর্কে জানতে চাইলে,তারা বলেন- অনেকদিন পর  আমরা পটুয়াখালীবাসী দক্ষ, সৎ ও যোগ্য একজন জেলা প্রশাসক পেয়েছি। নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সাথে কথা বলে জানা যায় তিনি বলেন -আমি কোন নেতা নই, আমি সরকারি কর্মচারী ও জনগণের সেবক। জেলার প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা এবং জেলা প্রশাসন, পটুয়াখালী  কার্যালয়ে আগত সেবা প্রার্থীদের জন্য টেকসই পরিবেশ নিশ্চিতে এবং উন্নত সেবা প্রদানে বদ্ধপরিকর। আমি জেলায় সকলের সমন্বয়ে কাজ করব, আমার দপ্তরের সকল কর্মকর্তাকে বলে দিয়েছি এখানে আগত সকল সেবাগ্রহীতারা যাতে হাসি মুখে সেবা নিতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন ১৯৭১ এর স্বাধীনতা ও ২৪ এর চেতনা ধারণ করেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট থাকবো। নবাগত  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকান্ডে পটুয়াখালী জেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেই এক বাঁধভাঙ্গা উচ্ছ্বাস অবলোকন করা গিয়াছে। তিনি সবার সহযোগিতা কামনা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম