ঢাকা ১৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র ‘শাপলা’ প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর ইচ্ছায় নয়, লাগবে মন্ত্রিসভার অনুমোদন বেঁচে যাওয়া টাকা ফেরত দিলো ধর্ম মন্ত্রণালয় নির্বাচনের সম্ভাব্য সময়ের ধারণা দিলেন সিইসি আগামী বছরের হজের খরচ আরও কমানোর চেষ্টা করা হচ্ছে: ধর্ম উপদেষ্টা ত্বকের যত্নে মধু ব্যবহার করবেন যেভাবে সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

পঞ্চম ম্যাচেও জোড়া গোলের কীর্তি মেসির, দারুণ জয় মিয়ামির

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই, ২০২৫,  1:49 PM

news image

ক্লাব বিশ্বকাপের পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। মাঠে নামলেই যেন গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিলের বিপক্ষে ফের জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে এনে দিলেন ২-১ ব্যবধানের দারুণ এক জয়। গত সপ্তাহেই মেসি প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএস-এ টানা চার ম্যাচে একাধিক গোল করে রেকর্ড গড়েন। এবার সেই রেকর্ডকে পাঁচ ম্যাচে উন্নীত করলেন। এই জয়ে ইন্টার মায়ামি টানা পাঁচটি ম্যাচে জয় তুলে নিল এবং সাপোর্টারস’ শিল্ড তালিকায় পঞ্চম স্থানে উঠে এল। মেসির এমন ফর্মে উড়ছে ইন্টার মিয়ামি। গোল, জয় আর ইতিহাস—সব একসঙ্গে লিখে চলেছেন এই ফুটবল জাদুকর। এখন পর্যন্ত চলতি মৌসুমে ১৬ ম্যাচে ১৬ গোল করে মেসি ন্যাশভিলের স্যাম সারের সঙ্গে যৌথভাবে গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ম্যাচের ১৭তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে ম্যাচের প্রথম গোল করেন মেসি। বাঁ পায়ের নিচু শটে প্রতিপক্ষের প্রাচীর ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ান জালে। এটি ছিল সরাসরি ফ্রি কিক থেকে মেসির ৬৯তম গোল এবং ইন্টার মায়ামির হয়ে তার ষষ্ঠ ফ্রি কিক গোল। এটি ছিল টানা ছয়টি এমএলএস ম্যাচে মেসির গোল, যা তার আগের সেরা টানা সাত ম্যাচের রেকর্ডের এক ধাপ পেছনে। ম্যাচের ৬২তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন মেসি। ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের ভুল পাস কেটে নিয়ে ঠান্ডা মাথায় তাকে কাটিয়ে বল জালে পাঠান মেসি। বার্সেলোনার হয়ে ২০১২ সালে লা লিগায় টানা ছয় ম্যাচে একাধিক গোল করার পর এই প্রথম মেসি এমন ফর্ম দেখালেন। মেসির প্রথম গোলের পর ন্যাশভিলের হয়ে হানি মুকতার অ্যান্ডি নাজারের দারুণ ক্রস থেকে সমতা ফেরান। তবে মেসির দ্বিতীয় গোলেই জয় নিশ্চিত করে মায়ামি। এই হারে ন্যাশভিলের সব প্রতিযোগিতা মিলিয়ে এপ্রিলের মাঝামাঝি থেকে চলা ১০ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমে গেল। যা ছিল এমএলএস-এর চলতি সময়ের সবচেয়ে দীর্ঘ অপরাজেয় রেকর্ড এবং ক্লাবটির ইতিহাসের সেরা ধারাবাহিকতা। এই জয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়ন ও এফসি সিনসিনাটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ৫-এ নামিয়ে এনেছে। ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের কারণে মায়ামির হাতে এখনো তিনটি ম্যাচ বাকি। সূত্র: ইএসপিএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম