ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
মোবাইল কলরেট ও ওষুধসহ কয়েক খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার যেসব খাতে ভ্যাট হার বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন করল এনবিআর আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী একসঙ্গে ৪ সন্তানের জন্ম, চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় বাবা মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর সাবেক এমপি শাহীন চাকলাদারকে ৪ বছরের কারাদণ্ড পুলিশের পোশাক গোলাপী করার আহ্বান উমামার আ.লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির সুখবর

পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে, বৃষ্টির মতো ঝরছে শিশির

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২৫,  11:17 AM

news image

পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দুইদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। তীব্র এই শীতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। বুধবার (১৫ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  এর আগে মঙ্গলবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দু-দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয় জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, দু-দিন ধরে তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে এসেছে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বুধবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দু-দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এদিকে, বুধবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রান্তিক এ জেলা। বৃষ্টির মতো ঝরছে বরফ শিশির। শহর ও গ্রামের সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কুয়াশার সঙ্গে হিম বাতাস ও বরফ শিশির ঝরায় কমে গেছে মানুষের চলাচল। এমনিতে টানা শীতের কারণে আয় রোজগার কমেছে নিম্ন আয়ের মানুষদের। ঠিকমতো কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন ভ্যান চালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিন মজুরসহ নিম্ন আয়ের মানুষগুলো। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম