
NL24 News
১৪ সেপ্টেম্বর, ২০২৫, 11:46 AM

নেত্রকোনায় স্পিড বোট ডুবি: ৩৬ ঘণ্টা পর আরও দুই মরদেহ উদ্ধার
নেত্রকোণার খালিয়াজুরী ধনু নদীতে স্পীডবোট ডুবে নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌনে নয়টার দিকে পাঁচহাট গ্রামের কিনারায় মরদেহ দুইটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা সেটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। এরআগে শনিবার সারাদিন ঔই এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর নোফায়েল মিয়ার মেয়ে উষামনি (৭)কে উদ্ধার করে ফায়ারসার্ভিসের কর্মীরা। আজ সকালে স্বপন মিয়ার সাত বছর বয়সের শিশু কন্যা লায়লা ও বর রানা মিয়ার বোন শিরিন ( (১৮) মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এখনও ১ জন নিখোঁজ রয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামে ট্রলারের সঙ্গে স্পিড বোট ধাক্কা লাগে। এতে স্পিডবোটে থাকা ১২ যাত্রীর মধ্যে ৮ জন কিনারায় উঠতে পারলেও নিখোঁজ হয় শিশুসহ ৪ জন। তার মধ্যে গত দুইদিনে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার খালিয়াজুরীর আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি স্পিডবোট ভাড়া করা হয়। বরযাত্রীরা রওনা হওয়ার আগেই বাড়ির ১৫ জন আত্মীয়-স্বজন ওই বোটে ঘুরতে বের হন। এ সময় ধনু নদীতে ট্রলারের সঙ্গে স্পিড বোট ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়। এ ঘটনায় অন্যরা সাঁতরে তীরে উঠলেও চারজন নারী ও শিশু পানিতে তলিয়ে যান।