ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
মোবাইল কলরেট ও ওষুধসহ কয়েক খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার যেসব খাতে ভ্যাট হার বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন করল এনবিআর আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী একসঙ্গে ৪ সন্তানের জন্ম, চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় বাবা মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর সাবেক এমপি শাহীন চাকলাদারকে ৪ বছরের কারাদণ্ড পুলিশের পোশাক গোলাপী করার আহ্বান উমামার আ.লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির সুখবর

নির্মাণাধীন ব্রিজের বিকল্প সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২৫,  10:45 AM

news image

পিরোজপুরের চরখালী-মঠবাড়িয়া সড়কের মঠবাড়িয়া উপজেলার ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন ব্রিজে বিকল্প সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাকিব জমাদ্দার( ২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুব্রত হালদার (২০) নামে অপর আরেকজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  প্রত্যাক্ষদশীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে চরখালী ঘাটের দিক থেকে একটি মোটরসাইকেলে দুই জন দ্রুত গতিতে মঠবাড়িয়ার দিকে যাওয়ার সময় ঝাউতলায় নির্মাণাধীন ব্রিজে বিকল্প সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় রাকিব জমাদ্দার। তার সাথে থাকা অপর যাত্রী সুব্রত গুরুতর আহত হন। সুব্রতকে উদ্ধার করে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাওয়া যায়নি। নিহত রাকিব জমাদ্দারের পরিবার এসে ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছে। যেহেতু নিহতের বাড়ি পার্শ্ববর্তী মঠবাড়িয়া থানা এলাকায় তাই আমরা মঠবাড়িয়া থানায় যোগাযোগ করেছি।  এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা ভাণ্ডারিয়া থানা এলাকায় ঘটেছে তবে নিহতে বাড়ি মঠবাড়িয়ায়। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম