ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে তফসিল ঘোষণা ঘিরে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, নিন্দা বিএনপির শিশু সাজিদের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল ঢাবিতে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ ক্ষমা পেয়ে কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

নির্বাচন বানচালের কোন চক্রান্ত জনগন মেনে নিবেনা: সালাউদ্দিন বাবু

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  10:33 AM

news image

ফয়জুল ইসলামঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনও অনেক ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে, নির্বাচন বানচালের কোন চক্রান্ত জনগন মেনে নিবেনা বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রবিবার বিকেলে সাভারের তারাপুর এলাকায় কলেজ মাঠে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এসময় তিনি আরও বলেন, একটি দল ধর্মীয় কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে জনগনের প্রত্যাশা ফেব্রুয়ারিতে যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি দল সুষ্ঠ ভোটের মাধ্যমে সরকার গঠনের দায়িত্ব পাবে।  আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ন। কারন এরকম একটি নির্বাচনের জন্য বিএনপি’র প্রতিটি নেতাকর্মী সতের বছর ধরে অপেক্ষা করেছে। জনগণ বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশের সেবা করার সুযোগ দিবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই জনসভার মাধ্যমে আমরা ঢাকা-১৯ এর নির্বাচনী প্রচারনার আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। সাভার পৌরসভা, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপি’র অঙ্গসংগঠন আয়োজিত আলোচনাসভায় সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুলসহ অন্যান্য নেতা কর্মীরা।  এসময় আলোচনাসভায় উপস্থিত বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরাও দলের মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে বিজয়ের লক্ষ্য কাজ করার ঘোষণা দেন। এর আগে দুপুর থেকে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতিয় বিপ্লব ও গনসংহতি দিবস উপলক্ষ্যে সাভার-আশুলিয়ার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড নের্তৃবৃন্দ মিছিল নিয়ে আলোচনাসভাস্থলে উপস্থিত হলে জনসমুদ্রে পরিনত হয় পুরো এলাকা। দীর্ঘদিন পর আসন্ন নির্বাচন কে সামনে রেখে এমন আলোচনা সভায় অংশগ্রহণ ও একনজর দেখার জন্য সাভার আশুলিয়ার নেতা কর্মীর পাশাপাশি হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম