ঢাকা ১৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
৩য় টি-টোয়েন্টি আজ: বাংলাদেশের বিপক্ষে ‘ফাইনালে’ চাপে শ্রীলঙ্কা গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলা-সংঘর্ষ, ১৪৪ ধারা জারি আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সোহাগ খুন হন গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো: তাসনিম জারা গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা প্রাথমিকে ৭৩ হাজারের বেশি শূন্য পদে শিগগিরই নিয়োগ ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

নির্বাচন নিয়ে বিতর্কের পেছনে সরকার উৎখাতের চক্রান্ত হচ্ছে : ইনু

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৩,  2:49 PM

news image

নিরপেক্ষ নির্বাচন নিয়ে বিতর্কের পেছনে কার্যত শেখ হাসিনার সরকার উৎখাতের চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শুক্রবার (১৯ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। হাসানুল হক ইনু বলেন, “বিএনপি এই মুহূর্তে অসাংবিধানিক, অগণতান্ত্রিক দাবি করছে। যা নিয়ে আলোচনা সম্ভব না, মেনে নেওয়া সম্ভব না। সংবিধান বহির্ভূত এসব দাবি করে বিএনপি গণতন্ত্র ও রাজনীতিকে কুয়াশার মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে।”  ইনু বলেন, “নির্বাচন কমিশন নিয়ে যারা বিতর্ক করছেন, তারা মূলত ভিন্ন সরকারের অধীনে নির্বাচন চান, সরকার অদল বদল চান। কিন্তু নির্বাচনকালীন যে সরকারই আসুক না কেন, তারা তো রুটিন কাজের বাইরে কমিশনের ওপর কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না। সংবিধানে এর কোনো সুযোগ নেই। তাই বর্তমান সরকার থাকলে সমস্যা কোথায়? সুতরাং নিরপেক্ষ নির্বাচনের যে বিতর্ক উত্থাপন করা হচ্ছে, এর পেছনে কার্যত শেখ হাসিনার সরকার উৎখাত করার চক্রান্ত হচ্ছে। আর রাজাকারদের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা হচ্ছে। যেকোনো মূল্যে এই পাঁয়তারা রুখে দিতে হবে।” ইসলামিক ফাউন্ডেশন ভেড়ামারার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসানুল হক ইনু। এছাড়া জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম