ঢাকা ১৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
৩য় টি-টোয়েন্টি আজ: বাংলাদেশের বিপক্ষে ‘ফাইনালে’ চাপে শ্রীলঙ্কা গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলা-সংঘর্ষ, ১৪৪ ধারা জারি আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সোহাগ খুন হন গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো: তাসনিম জারা গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা প্রাথমিকে ৭৩ হাজারের বেশি শূন্য পদে শিগগিরই নিয়োগ ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

নির্বাচন করতে নয়, ভন্ডুল করতে চায় বিএনপি : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৩,  7:23 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা খেলে জিততে চাই। আমরা চাই জাতীয় নির্বাচনে তারা (বিএনপি) পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক। কিন্তু তারা পালিয়ে যাওয়ার ছুতা তৈরি করতে চায়। শুক্রবার (১৬ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সবকথা বলেন তথ্যমন্ত্রী। ‘সরকার বিএনপিকে মাঠ ছাড়া করার ষড়যন্ত্র করছে, মামলা-গ্রেপ্তার করছে’‒ বিএনপি মহাসচিবের এই বক্তব্যের প্রতিউত্তরে ড. হাছান মাহমুদ বলেন, অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা-অর্থদাতা হিসেবে বিএনপি নেতাদের বিরুদ্ধে আদালতে মামলা আছে। মামলা সরকার চালু করতে পারে না। অভিযুক্তদের বাড়িয়ে নেওয়া সময়, উচ্চ আদালতের স্থগিতাদেশ‒ এগুলোর মেয়াদ শেষ বা ভ্যাকেট হলে আদালতের নিয়মানুযায়ী আবার মামলা চালু হয়ে যায়। তেমন কিছু সংখ্যক মামলাই চালু হয়েছে। এতে সরকারের কোনো হাত নেই। মির্জা ফখরুল সাহেব, রিজভী সাহেব নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার ছুতা তৈরি করতেই এসব বক্তব্য দিচ্ছেন। বিএনপির উদ্দেশ্য নির্বাচন করা নয়, নির্বাচন ভন্ডুল করা বা প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য। হাছান মাহমুদ বলেন, বিএনপির বক্তব্যে মনে হয়, তারা নির্বাচনে জেতার গ্যারান্টি চায়, সেটি পেলে অংশ নেবে, নচেৎ নয়। কিন্তু এ গ্যারান্টি তো জনগণ বা সরকার বা নির্বাচন কমিশন কেউই দিতে পারবে না। তবে বিএনপি একটি বড় দল, তারা রাষ্ট্রক্ষমতায় ছিল। আমি তাদের নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানাব, কারণ আমরা ওয়াকওভার চাই না, খেলে জিততে চাই। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তো প্রতি ঈদের পর আন্দোলন করে! আমার প্রশ্ন: কোন ঈদের পর আন্দোলন করবে তারা। আগামী জাতীয় নির্বাচন যাতে সবার অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ স্বচ্ছ, উৎসবমুখর নির্বাচন হয় সেটিই আমরা চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএনপি সবসময় নির্বাচন থেকে পালিয়ে যায়। তাদের উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা নয়, নির্বাচন ভন্ডুল করা; প্রশ্নবিদ্ধ করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম