ঢাকা ১৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
৩য় টি-টোয়েন্টি আজ: বাংলাদেশের বিপক্ষে ‘ফাইনালে’ চাপে শ্রীলঙ্কা গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলা-সংঘর্ষ, ১৪৪ ধারা জারি আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সোহাগ খুন হন গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো: তাসনিম জারা গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা প্রাথমিকে ৭৩ হাজারের বেশি শূন্য পদে শিগগিরই নিয়োগ ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৩,  4:22 PM

news image

নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায় নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন যেন না হয় সেজন্য তারা হইচই করতে থাকে। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১০ জুন) দুপুরে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বৈন্য-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধন ও মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ যোগ দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। এ সময় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন। উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, সব সময় আমরা দেখেছি ষড়যন্ত্রকারীরা নির্বাচন এলে এক হয়ে যায় আরেকটি নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন এলে অনেক দল সেই সময় নির্বাচনে অংশ গ্রহণ করে না এবং নির্বাচন যেন না হয় তার জন্য তারা হইচই করতে থাকে। নির্বাচন এলেই অনেক স্রোত; কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না। তাই এই কাজগুলো করে। জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দলটি সব সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠান করতো। তাদের এবার বলে দেওয়া হয়েছে- ওই স্থানে সমাবেশ করলে যানজট সৃষ্টি হয়; তাই যেন অন্য ভেন্যুতে যায়। সেই জন্যই তারা নতুন ভেন্যুতে গিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম