ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২২,  10:52 AM

news image

দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুরে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৩ যুবকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অপর ২ যুবক। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপির সাত মাইল এলাকায় বাঁক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুর শহরের সুইহারী এলাকার বাসিন্দা ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কপিলেশ্বর বসাকের ছেলে বর্ণ বসাক (২২), মুন্সিপাড়ার মৃত নুরুল আমিনের ছেলে এ আর ইমন (২৩) ও কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪)। গুরুতর আহতরা হলেন, শহরের মুন্সিপাড়ার মাহাবুবের ছেলে তামজিদ (১৯) ও বাহাদুর বাজার এলাকার বাসিন্দা পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাহামুদুন নবী পলাশের ছেলে রওনাক নাবী প্রিয় (২৩)। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৌরভ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার দিবাগত রাতে দশমাইলের দিক থেকে একটি প্রাইভেটকার দ্রুত গতিতে দিনাজপুর শহরের দিকে ফিরছিল। পথিমধ্যে সাত মাইল বাঁক এলাকায় গাড়িটি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বর্ণ বসাকের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে রাত ১২টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় শাহরিয়ার শাওনকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। পরে রাত আড়াইটায় দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে শাওনের মৃত্যু হয়। গুরুতর আহত তামজিদ ও প্রিয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি রাতেই দশমাইল হাইওয়ে পুলিশ নিজেদের হেফাজতে নেয়া হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম