ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল শোরুমে, নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৫,  2:21 PM

news image

রাজধানীতে একটি কংক্রিট মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শোরুমের ভেতরে ঢুকে যায়। এতে একজনের মৃত্যু হয়েছে।  বুধবার (২০ আগস্ট) ভোর সোয়া ৪টার দিকে প্রগতি সরণির বাড্ডা লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাইদুর রহমান (৩৫)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর আশতলা পাড়া গ্রামের আনিসুল হকের ছেলে ও আকিজ কোম্পানির মিক্সার মেশিন গাড়ির চালক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। নিহতের সহকর্মী ইমরুল কায়েস বলেন, ভোরের দিকে কংক্রিট মিক্সার গাড়ি চালিয়ে সাইদুর বাড্ডার প্রগতি সরণির বায়তুল আমান জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেমন্ড টেইলার্সের শোরুমের ওপরে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, পরে পথচারীরা কংক্রিট মিক্সার মেশিন গাড়ি থেকে চালক সাইদুরকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম