ঢাকা ১৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: গ্রেপ্তার টিটন ৫ দিনের রিমান্ডে এদেশে চাঁদাবাজদের কোন ঠাঁই হবে না সাতক্ষীরায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে গেছেন সাবেক আইজিপি মামুন বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজের স্থান হবে না: দুলু ভাঙারি দোকান দখল নিয়েই ব্যবসায়ীকে হত্যা: পুলিশ দিল্লিতে ভবন ধস, দুইজনের মৃত্যু হত্যার ২ দিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা: যুবদল সভাপতি সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার পথে প্রথম পদক্ষেপ: প্রেস সচিব গলাচিপায় নলুয়াবাগী খাল দখল, জলাবদ্ধতায় কৃষকের সর্বনাশ: সুইস গেটের আশ্বাস

নিম্নমুখী ধারায় স্বর্ণের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  1:55 PM

news image

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী ধারায় রয়েছে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। সেটা নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যেতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে মার্কিন মুদ্রা ডলারের দর বৃদ্ধি পেয়েছে। ফলে স্বর্ণের মূল্য হ্রাস পাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৮৪৫ ডলার ৯৬ সেন্টে। আগের কার্যদিবসে (মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি) স্পটে স্বর্ণের আরও দরপতন ঘটে। গত জানুয়ারির শুরুর পর মূল্যবান ধাতুটির দর সর্বনিম্নে নেমে যায়। অর্থাৎ তা ছিল বিগত ৫ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। একইদিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৮৫৬ ডলার ৬০ সেন্টে। সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ফেড অতি-কঠোর মুদ্রানীতি গ্রহণ করলে ডলারের দাম বেড়ে যাবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে স্বর্ণের মূল্য কমবে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ধাতুটিতে বিনিয়োগ কমিয়েছেন ব্যবসায়ীরা। গত মাসে ইউএস ভোক্তা মূল্য সূচক বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। সবমিলিয়ে বিগত ১২ মাসে তা ঊর্ধ্বমুখী ৬ দশমিক ৪ শতাংশ। প্রত্যাশার চেয়ে যা বেশি। ফলে সুদ অতি আক্রমণাত্মক মুদ্রানীতি গ্রহণ করে যেতে পারে ফেড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম