ঢাকা ১৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৩ বিলিয়ন ডলার গোপালগঞ্জে চলছে যৌথবাহিনীর অভিযানে আটক ২০ আমরা আবারো গোপালগঞ্জে যাবো: নাহিদ ইসলাম ফ্রিতে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার, পাবেন যেভাবে ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫০ গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ: প্রেস উই গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি: টেলিযোগাযোগ মন্ত্রণালয় এখনও থমথমে গোপালগঞ্জ, চলছে কারফিউ দেশব্যাপী এনসিপির বিক্ষোভ কর্মসূচি আজ কঠোর অবস্থানে এনবিআর

নিবন্ধনের জন্য ইসির সংক্ষিপ্ত তালিকায় এবি পার্টিসহ ১২ দল

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৩,  3:03 PM

news image

নিবন্ধনের জন্য আবেদন করা নতুন ১২টি রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনকে সামনে রেখে এসব দলকে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়।   মঙ্গলবার (১১এপ্রিল) এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। প্রাথমিক তালিকায় থাকা দলগুলোর মধ্যে এবি পার্টি, নাগরিক ঐক্য, লেবার পার্টিও রয়েছে। পরবর্তীতে তদন্ত শেষে অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন চালুর পর বর্তমানে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে। দলীয় প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কমিশনের তিনটি শর্তের মধ্যে একটি পূরণ হলে একটি দল নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়।  ২০০৮ সালে প্রথম নিবন্ধন প্রথা চালু হয়। নবম সংসদের আগে ১২৬টি দল আবেদন করলেও শর্তপূরণ করে ৩৯টি দল নিবন্ধন পায়। দশম সংসদ নির্বাচনের আগে ৪৩টি দল আবেদন করে।  

প্রাথমিক বাছাইয়ে টিকলো যে ১২ দল

এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম