ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম স্বাস্থ্য খাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু ৫ দিনের রিমান্ডে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিউজিল্যান্ড সফরে সাকিবের ছুটির আবেদন মঞ্জুর

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২১,  4:00 PM

news image

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের প্রথম ম্যাচে খেলতে পারেননি আনফিট থাকার কারণে। দ্বিতীয় টেস্টে ফিরেছেন একাদশে। তবে ম্যাচ চলাকালীন আসন্ন নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করার ঘণ্টা খানিক পরেই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বরাবর চিঠি দেন এই সফর থেকে ছুটি চেয়ে। সাকিব নিউজিল্যান্ড সফরে যাবেন না এমন গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল তবে চিঠি দেয়ার পর সেটি স্পষ্ট হলো। ১৮ সদস্যের দল থেকে সাকিবকে বাদ দেয়া হয়েছে। সাকিব ছুটি পেয়েছেন কী না এ নিয়ে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, ছুটি মঞ্জুর হয়েছে। যে কেউ ছুটি চাইতে পারে। তবে সেটা আগে থেকে জানিয়ে রাখলে ভালো হয়। “বিশ্রাম দিয়ে খেলানো..যার বিশ্রাম দরকার তাকেতো বিশ্রাম দিতেই হবে। গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক আর কী খেলোয়াড় হোক বা না হোক। ওর ব্যাপারটা ভিন্ন। ওতো আর ইনজুরিতে না। ওরা বিশ্রাম চায়নি। ও ব্রেক চেয়েছে, পারিবারিক কারনে সে ছুটি চেয়েছে। ব্রেক চেয়েছে। কাজেই জিনিসটা কিন্তু এক নয়। এটা ইনজুরিও না বিশ্রামও না। অবশ্যই সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার,কোন সন্দেহ নেই।” আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ দল। সাকিবের পরিবর্তে কে দলে আসবে নাকি, ১৭ সদস্যের দল নিয়েই রওয়ানা করবে বাংলাদেশ দল তা নিয়ে কিছুটা বিপাকেও পড়েছে বোর্ড। তবে আগামী জানুয়ারি থেকে এসব বিষয়ে কঠোর হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। “এটাতো আগে থেকেই বলে আসছি, কেউ যদি ছুটি চায়, খেলতে না চায়, বিশ্রাম চায়, ব্রেক চায় আমাদের কোন আপত্তি নেই। কিন্তু সেটি আনুষ্ঠানকি ভাবে হতে হবে। জিনিসটা হচ্ছে আমরা এ বিষয়টি আগাম জানতে চাই। হঠাৎ করে আসলে আমাদের জন্য কঠিন। আগামী জানুয়ারিতে থেকে আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে কারো যদি রেস্ট, ব্রেক লাগে আমাদের আগে থেকে জানাতে হবে। তাহলে আমরা অন্য খেলোয়াড়কে রেডি করতে পারবো।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম