নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ
১৩ নভেম্বর, ২০২১, 2:38 PM

NL24 News
১৩ নভেম্বর, ২০২১, 2:38 PM

নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ
বিশ্বকাপ শেষে খুব একটা বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট দলের। কদিন বাদেই ঘরের মাঠে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে লড়াই। আগামী ৮ ডিসেম্বর শেষ হবে পাকিস্তান সিরিজ। ওই সিরিজ শেষে ডিসেম্বরেই নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি এরই মধ্যে প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু দুদলের লড়াই। তবে এ সফরের সূচি নিয়ে কিছুটা সংশয় ছিল। কারণ, আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) বাংলাদেশের এ সফরে টেস্টের সঙ্গে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কথা উল্লেখ করা হয়। কিন্তু, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সূচি প্রকাশ হওয়ার পরই জানা যায়, আসলে এ সফরে শুধু টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। পাঁচ বছরের মধ্যে নিউজিল্যান্ড সফরে এ নিয়ে চতুর্থ বার যাবে বাংলাদেশ। ডিসেম্বরে নিউজিল্যান্ডে গিয়ে আগের সফরের মতোই দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ দল। এরপর ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।