ঢাকা ২৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
এখনো পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট দেশের কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা ৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস প্রার্থীদের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা

#

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  2:40 PM

news image

মনিরুজ্জামান মনি : জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিকে নিজ জেলা সাতক্ষীরায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর উপপরিচালক রেজাউল হক চৌধুরী, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলীক লাইব্রেরী’র সাধারণ ম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, হাফিজুর রহমান খান বিটু প্রমুখ। বক্তারা বলেন,

আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মাধ্যমে প্রান্তি শুধু সাতক্ষীরার নয়, গোটা বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন। তরুণ প্রজন্মের জন্য তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত। শৈশবে ফুটবল খেলাকে অনেকেই মেয়েদের জন্য ‘অস্বাভাবিক ভেবেছিল। কিন্তু সেই সব প্রতিবন্ধকতা জয় করেই প্রান্তি আজ জাতীয় দলের অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ নারী দল একের পর এক সাফল্যের গল্প লিখছে। প্রান্তির স্বপ্ন বাংলাদেশ নারী ফুটবল দলকে এশিয়ার শীর্ষ সারিতে নিয়ে যাওয়া। গ্রামের উঠতি কিশোরীরে ফুটবলের সঙ্গে যুক্ত করে নতুন প্রতিভা গড়ে তোলার কথা উল্লেখ করে আফঈদা খন্দকার প্রান্তি বলেন, আমি চাই আমার মতো আরও শত শত মেয়ে মাঠে নামুক, দেশের জন্য খেলুক। ফুটবল শুধু খেলা নয়, আত্মবিশ্বাস আর স্বাধীনতার নাম।

সংবর্ধনা অনুষ্ঠানে অর্ন্ধূ ২০ ও জাতীয় মহিলা ফুটবল দল এশিয়া কাপ কোয়ালিফাইড, ২১ শে পদক ও ইয়্যুথ ভলান্টিয়ার পদক ২০২৫ বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন মহাত্বা গান্ধী আন্তর্জাতিক শান্তি পদক প্রাপ্ত ২০২৪, ওয়েলফেয়ার এক্সিলেন্স জাতীয় পদক প্রাপ্ত ২০২৫, এক্সিলেন্স এসিভমেন্ট জাতীয় পদক ২০২৫ প্রাপ্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ ও বাংলাশে ইমাজিং স্পোর্টস কমেন্টেটরস এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদেরকে ক্রেস প্রদান করে অ্যাসোসিয়েশন খুলনা বিভাগ। এ সময় জেলার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন ক্রীড়াঙ্গনের খেলোয়াররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম